শুক্রবার, ০৬ এপ্রিল, ২০১৮, ০৪:১০:০০

হাঁটুর বয়সী কাকে বিয়ে করে আলোচনায় ‘ম্যাডাম ফুলি’?

হাঁটুর বয়সী কাকে বিয়ে করে আলোচনায় ‘ম্যাডাম ফুলি’?

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই আলোচনায় নেই ‘ম্যাডাম ফুলি’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সিমলা। তবে, বিবাহিত জীবন নিয়ে আবার আলোচনায় ফিরেছেন তিনি।

দীর্ঘ ব্যাচেলর জীবনের ইতি টেনে গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন, তার ঘনিষ্টজনদের বরাতে এমনটাই দাবি করা হচ্ছে। হাঁটুর বয়সী কাকে বিয়ে করে আলোচনায় ‘ম্যাডাম ফুলি’?

সিমলার স্বামীর নাম মাহি বি জাহান। তার বয়স সিমলার চেয়ে প্রায় ২০ বছর কম। লন্ডন প্রবাসী মাহি পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ।

সিমলার ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানান, বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে, এ বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেননি সিমলা।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সিমলা। প্রথম ছবির সাফল্য তাকে অল্পদিনেই তারকাখ্যাতি এনে দেয়। এ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন সিমলা।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে