বিনোদন ডেস্ক: ভাইজান সালমান কারাবাস করছেন, এমন খবরে উত্তাল বলিউডসহ গোটা ভারত। চারদিকে ভক্তদের জিজ্ঞাসু চোখ, সামান্য হরিণ শিকারের অপরাধে পাঁচ বছরের কারাদন্ড হল সালমানের! তাই বলে যোধপুর জেলে সাধারণ কয়েদিদের মতো বীভৎস জীবন কাটাতে হবে ভাইজানকে!
এমনটিই হয়েছে যোধপুর জেলে। গতকাল রায় ঘোষণার পর, নিজের বিলাসবহুল বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টম্যান্ট’ এর বদলে সালমানের ঠাঁই হয় যোধপুর কারাগারের ১০৬ নম্বর কক্ষে। অন্যান্য সাধারণ কয়েদিদের মতো নোংরা, স্যাঁতসেঁতে, দুর্গন্ধযুক্ত কক্ষে দুর্বিষহ রাত কাটান সালমান।
কারাগারের সালমানের ১০৬ নম্বর কক্ষের পাশেই সাজা খাটছেন দুর্ধর্ষ অপরাধী আসারাম বাপু। সালমানের কক্ষটি পরিষ্কার করা হলেও কারাগারের আস্তাকুঁড়ে কক্ষ কতটা পরিস্কারযোগ্য সেটা সহজেই বোধগম্য। নোংরা, দুর্গন্ধযুক্ত কক্ষটিতে নেই কোনো এসি বা কুলার। নামমাত্র একটি সিলিং ফ্যান আর শৌচাগার ছাড়া তেমন কিছুই নেই তাঁর কক্ষে।
জানা যায়, সারারাত মাটিতে শুয়েই কাটিয়েছেন সালমান। রাতের খাবার হিসেবে ডাল, সবজি দিলেও তিনি সেগুলো খান নি। তবে আজ সকালে জেল কর্তৃপক্ষের দেয়া ছোলা-গুড় খেয়ে প্রাতরাশ সেরেছেন।
জামিন না পাওয়া পর্যন্ত যোধপুর কারাগারেই বন্দী থাকতে হবে সালমানকে। তবে সেটা কতদিন সেই প্রশ্নই উঁকি দিচ্ছে ভক্তদের মনে।
এদিকে কারাগারে সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ কিছুদিন আগে সালমানকে হত্যার হুমকি দেয়া সন্ত্রাসী লরেন্স বিষ্ণু একই কারাগারে বন্দী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস