বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হরিণ হত্যা মামলা ভারতের বলিউড সুপারস্টার সালমান খানে ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা হয়েছে গতকাল বৃহস্পতিবার। বিনোদনজগত কাঁপিয়ে দেওয়া এই ঘটনায় মর্মাহত তার পুরনো বন্ধু সাবেক পাকিস্তানি গতি দানব শোয়েব আখতার। 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' খ্যাত এই সাবেক পেসার আইনের প্রতি সম্মান রেখেই নিজের টুইটার অ্যাকাউন্টে সালমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
টুইটারে তিনি লিখেছেন, 'আমার বন্ধু সালমানের পাঁচ বছরের সাজা হওয়ায় খুবই খারাপ লাগছে। কিন্তু আইন আইনের পথে চলেছে যা সবার জন্যই সমান। একইসঙ্গে ভারতের আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারপরেও আমার মনে হচ্ছে, শাস্তিটা একটু কঠোরই হয়ে গেছে। সালমানের পরিবার ও ভক্তদের জন্য আমার সহানুভূতি রইল। আমার দৃঢ় বিশ্বাস সালমান খুব দ্রুত মুক্তি পাবে।'
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে দায়ের করা ২০ বছরের পুরনো মামলায় যোধপুর আদালত ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সালমান খানকে। সঙ্গে ১০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে তাকে। অবশ্য বাকী অভিযুক্ত তারকা সাঈফ আলী খান, নীলম, টাবু ও সোনালি বেন্দ্রেকে মুক্তি দিয়েছে আদালত। তবে ইতিমধ্যেই সালমান খানের জামিনের জন্য জোর কদমে নেমে পড়েছেন তার আইনজীবীরা। সালমান আপাতত কারাগারে দাগী অপরাধীদের সঙ্গে দিনানিপাত করছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস