বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গ্রেপ্তারের পর আপাতত যোধপুর সেন্ট্রাল জেলেই রয়েছেন সালমান খান। শুক্রবার, সালমানের পক্ষে জামিনের আবেদন করা হলেও তা স্থগিত হয়ে যায়।
তিনি জামিন পাবেন কিনা তা জানা যাবে শনিবার। এরই মাঝে, ২০ বছর আগে (১৯৯৮) কৃষ্ণসার হত্যার ঘটনায় সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার ঠিক পরপরই সালমানের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৯৯৮এর অক্টোবরে সালমানের বিরুদ্ধে বন্যপ্রণী সংরক্ষণ আইনে অভিযোগ আনা হয়। সেসময় সালমানকে যোধপুরের বন দফতরের তরফে ডেকে পাঠানোর পর এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল বলে জানা যাচ্ছে। ভিডিওতে বনদফতরের কর্মকর্তা সঙ্গে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে সালমানকে। কিছু কাগজপত্রে তাঁকে সই করতে বলছেন বনদফতরের।
এই মামলায় ৫ বছরের সাজা ঘোষণা হয়েছে সালমানের জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। ১৯৯৮ সালে ২ অক্টোবর 'হাম সাথ সাথ হ্যায়'-এর শ্যুটিংয়ে রাজস্থানের যোধপুরে শ্যুটিং চলাকালীন কঙ্কনি গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন সলমন। একই মামলায় নাম জড়িয়েছিল সাইফ আলি খান, তাব্বু, সোনালী বেন্দ্রের। তবে এই মামলায় তাঁরা বেকসুর খালাস হয়েছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস