বিনোদন ডেস্ক : ভারতে এখন সব গণমাধ্যমের শিরোনামে বলিউড সুপারস্টার সালমান খান। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে জোধাপুরে কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে বৃহস্পতিবার তার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
সালমানের কারাদণ্ডের পর বলিউড সেলিব্রিটিরা ছাড়াও বিশিষ্টজনরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশের আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বর্তমানে ভারতে বসবাস করছেন।
সালমান খানের রায়ের পর তিনি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, বিলুপ্তপ্রায় প্রাণীহত্যা অপরাধ। কিন্তু ৫ বছরের কারাদণ্ড বাড়াবাড়ি। ওর ওপর ৫ কোটি টাকার জরিমানা বসিয়ে ছেড়ে দেয়া হোক।
আর বিগ বস জয়ী মনবীর গুর্জর লিখেছেন, বাহ আইন! সম্ভ্রমহানী ও খুনের মতো অপরাধের শিকারদের পরিবার আদালতের দরজায় দরজায় ঘোরে, ন্যায়বিচার মেলে না। অথচ সালমান, যিনি কিনা কত দানধ্যান করেন, ঠিক সময়ে কর দেন, তাকে ২০ বছর আগের ঘটনার জন্য ফাঁসিয়ে দেয়া হলো!
এমটিনিউজ/এসএস