যে কারণ দেখিয়ে আমির খানের বিরুদ্ধে দেশেদ্রোহী মামলা!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ভারতে চলমান অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে দেশদ্রোহী হলেন বলিউড সুপারস্টার আমির খান! আজ (বুধবার) তাকে দেশদ্রোহী দাবী করে কানপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন স্থানীয় এক আইনজীবি। 
ওই আইনজীবি তার অভিযোগে দাবী করেছেন, বলিউড তারকা আমির খান দেশভাগ করতে চাইছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে ১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। 
উল্লেখ্য, গতকাল দিল্লিতে আমিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
দিল্লিতে একটি অনুষ্ঠানে অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন বলিউড তারকা আমির খান। তিনি বলেছিলেন, দেশজুড়ে অসহিষ্ণুতার পরিবেশে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। এমনকী এদেশ ছাড়তে চান তার স্ত্রী কিরণ রাও। 
তিনি বলেছিলেন, ‘যখন আমি বাড়িতে কিরণের সঙ্গে কথা বলি তখন ও বলেছিল, আমাদের কি দেশ ছেড়ে চলে যাওয়া উচিত? আসলে ও বাচ্চাকে নিয়ে ভয় পাচ্ছে। প্রতিদিনের খবরের কাগজ খুলতে ভয় পাচ্ছে।’ এর পরই সোশাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে মন্তব্যের ঝড় ওঠে।
সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, আমির খানের এই মন্তব্য দেশের মানুষের ভাবাবেগে আঘাত করেছে। তার এই কথা খুবই দুর্ভাগ্যজনক। আমিরের মন্তব্যের পর নতুন করে বাগ যুদ্ধে নেমেছে বিজেপি-কংগ্রেস।
এদিকে, গতকাল আমির খানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় হিন্দু সেনার সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে আমিরের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। 
২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �