হিন্দু ধর্মে ফেরার আহ্বান করা হয়েছিল এ আর রহমানকে
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে এসেছিলেন উপ-মহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী এ আর রহমান। সম্প্রতি তিনি জানিয়েছেন, আমির খানের মতো বিপাকে তিনিও পড়েছিলেন। 
এ আর রহমান জানিয়েছেন, ‘মাস দুয়েক আগে আমির খানের মতো আমিও একই পরিস্থিতিতে পড়েছি।’ এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।
এ আর রহমান জানান, ইরানের মুহাম্মদ চলচ্চিত্রের গানে সুর দেওয়ায় তার বিরুদ্ধে এ অভিযোগ তুলেন। তখন দিল্লি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রহমানের অনুষ্ঠানও বাতিল করেন। বিশ্ব হিন্দু পরিষদ রহমানকে ফের হিন্দু ধর্মে ফেরার জন্যও আহ্বান জানান। সভ্য সমাজে এ ধরনের ঘটনা স্বাভাবিক নয় বলেও উল্লেখ করেন এ সংগীত পরিচালক।
এ আর রহমান বলেন, ‘কোনো বিষয়েই হিংস্র হওয়া উচিত নয়, ভদ্রভাবে প্রতিবাদ জানানো উচিত। আমরা সভ্য সমাজের বাসিন্দা। গোটা বিশ্বকে দেখিয়ে দেয়া উচিত আমরা সব থেকে বেশি সভ্য।’
কাল বুধবার (২৫ নভেম্বর) ধর্মীয় অসহিষ্ণুতা ইস্যুতে বলিউড মেগাস্টার আমির খানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে। ঠিক এমন সময় এ আর রহমানও তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়ে মুখ খুললেন। 
২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �