শুক্রবার, ০৪ মে, ২০১৮, ০৮:৪৬:১৯

আবারো চমকে দেবেন ইত্যাদির সেই আকবর?

আবারো চমকে দেবেন ইত্যাদির সেই আকবর?

বিনোদন ডেস্ক :  ঘটনাটি ২০০৩ সালের। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান রিকশাচালক আকবর।

এরপর তিনি আরেকটি গান গেয়েছেন, ‘হাত পাখার বাতাসে’। এই গানে তার সঙ্গে মডেল হন চিত্রনায়িকা পূর্ণিমা। রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান তিনি। তার গাওয়া গান নিয়ে বেরিয়েছে ছয়টি অডিও অ্যালবাম—‘একদিন পাখি উড়ে’, ‘হাত পাখার বাতাসে’, ‘হঠাৎ দেখা, ‘ইচ্ছে করে’, ‘বেদনার মেঘ’ ও ‘চাঁদ রূপসী’।

‘বাবার জন্য যুদ্ধ’ আর ‘কঠিন পুরুষ’ নামের দুই চলচ্চিত্রে গান গেয়েছেন। কিন্তু তারকাখ্যাতির যথাযথ ব্যবহার করতে পারেননি তিনি। তবে দীর্ঘদিন পর আবারো ফিরছেন। সম্প্রতি তিনি কণ্ঠ দিলেন নতুন দুটি মৌলিক গানে। মাহফুজ ইমরানের কথা ও সুরে গান দু’টির সংগীতায়োজন করেছেন নাজমুল হক। ঈদুল ফিতর উপলক্ষে আই মিডিয়া থেকে গান দুটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।

আবারো চমকে দেবেন ইত্যাদির সেই আকবর? এ প্রসঙ্গে আকবর বলেন, ‘অনেক দিন পর নতুন দুটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। সোমবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে গান দুটির রেকর্ডিংয়ের কাজ হয়েছে। গান দুটির শিরোনাম ‘কানামাছি’ ও ‘মাটির পরী’। আই মিডিয়ার কর্ণধার এসডি প্রিন্স দাদার কাছে আমি কৃতজ্ঞ। এতদিন পর আমাকে গানে ফেরাতে তিনিই অগ্রণী ভূমিকা পালন করেন।’

তিনি আরও বলেন, ‘ইত্যাদি’ আর হানিফ সংকেতের প্রতি আকবর খুবই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা জানাতে গিয়ে বললেন, ‘আজ আমাকে যা দেখছেন, এর পেছনে রয়েছে একজন ব্যক্তির অবদান, তিনি হানিফ সংকেত স্যার। উনি আমাকে আবার সৃষ্টি করেছেন। আমি এখন সচ্ছল।’

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে