রবিবার, ০৬ মে, ২০১৮, ০৪:২৫:২৬

সুস্থ হয়ে হ্যাপি আফরিন গাইলেন রবি ঠাকুরের গান

সুস্থ হয়ে হ্যাপি আফরিন গাইলেন রবি ঠাকুরের গান

বিনোদন ডেস্ক: সুস্থ হয়ে গানে ফিরলেন হ্যাপি আফরিন। অ্যানিমিয়ায় আক্রান্ত হয়েছে বলে চিকিসৎক জানালেও আসলে সেটি ছিল ভুল তথ্য। প্রায় মৃত্যুর মুখ থেকে ফেরেন হ্যাপি আফরিন। গত ২৩ ডিসেম্বর রাজধানীর শমরিতা হাসপাতালের আইসিইউতে হ্যাপিকে নেওয়া হয়। সে খানে ১৫ দিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন  ছিল। এই সংগীতশিল্পীর সহায়তায় অনেকই এগিয়ে আসেন।


হ্যাপির শারীরিক অবস্থা ভালোর দিকে। দীর্ঘদিন পর তিনি আবারও গানে ফিরেছেন। তবে নতুন কোন মৌলিক গান নয়, বাঙালির মনন ও জীবনজুড়ে আছে যাঁর অপার সৃষ্টি সম্ভার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর  এর গান৷  আগামীকাল ৭ মে বিশ্বকবির জন্মদিন উপলক্ষে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে হ্যাপি আফরিনের গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর একটি জনপ্রিয় গান "মায়বন বিহারিনী'র মিউজিক ভিডিও।

গানটি নতুন করে মিউজিক করেছেন ওয়াহেদ শাহীন।

উল্লেখ্য, হ্যাপি আফরিন ২০১২ সালে রবি ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসেন হ্যাপি আফরিন। রবি ট্যালেন্ট হান্ট থেকে প্রথম হৃদয় মিক্স থ্রিতে কাজ করেছেন তিনি। । এর পর বেশ কিছু চলচ্চিত্র ও অডিও অ্যালবামের গান করেন। তার সহ শিল্পী হিসেবে ছিলেন বেলাল খান,শাহিদ,মেহতাজ, শাহরিয়ার বাধন, এস ডি সাগর  সহ আরো অনেকেই।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে