সোমবার, ০৭ মে, ২০১৮, ০৯:৪৬:৪৩

মানবতার জন্য পুরস্কৃত সেই শবনম সুলতানা

মানবতার জন্য পুরস্কৃত সেই শবনম সুলতানা

ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহতদের সেবা করে মানবিকতার নিদর্শন দেয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শবনম সুলতানাকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার পুলিশ সদর দফতরে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুরস্কার প্রদানকালে আইজিপি বলেন, নিজ হাতে আহত ড্রাইভারকে প্রাথমিক সেবার মাধ্যমে পুলিশের মানবিক সেবার অনবদ্য উদাহরণ স্থাপন করেছেন শবনম সুলতানা। এই সকল স্বপ্রণোদিত মানবিক কার্যক্রম বাংলাদেশ পুলিশকে দেশবাসীর কাছে ইতিবাচকভাবে তুলে ধরবে।

গত ২২ এপ্রিল দুপুরে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে ভিআইপি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে অন্তত ৮-১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় বেশ কয়েকজন। দুর্ঘটনার খবর পেয়েই সাথে সাথে ছুটে আসেন তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শবনম সুলতানা পপি। চালক না থাকায় তিনি নিজেই ক্ষতিগ্রস্ত গাড়িটি চালিয়ে অন্যত্র সরিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন।

এরপর আহত একটি ছেলের কাছে ছুটে যান তিনি। নিজেই ছেলেটির পায়ে বরফ লাগিয়ে দেন। আহত ব্যক্তির পায়ে ব্যান্ডেজ করেন। নিজের টাকা দিয়ে ওষুধ কিনে দেন। শবনমের এই মানবিক উদ্যোগ নাড়া দিয়েছে সবার মনে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে