বিনোদন ডেস্ক : এপ্রিলে বাবাকে আর মে মাসে মাকে হারিয়েছি। নব্বই দশকের ঢালিউড সুপারস্টার ওমর সানিকে প্রায় দেখা যায় সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আর ক্যারিয়ার জীবনের খুঁটিনাটি নানা বিষয় শেয়ার করতে।সেই ধারাবাহিকতায় আজও দেখা গেলো ব্যক্তিজীবনের এক মর্মস্পর্শী স্মৃতি শেয়ার করলেন ওমর সানি। আগামি ২৩ মে মায়ের মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে ভক্তদের শেয়ার করলেন বাবা-মাকে হারানোর করুণ স্মৃতি।
ওমর সানি মায়ের জন্য ভক্তদের কাছে দোআ চেয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মা-বাবা সন্তানের জন্য শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার জীবনের এ সম্পদকে হারিয়েছিলাম এপ্রিল ও মে মাসে। আমার বাবা চলে গিয়েছিলেন এপ্রিলের ৪ তারিখ, অন্যদিকে আমার মা চলে যান মে মাসের ২৩ তারিখ ক্যান্সার আক্রান্ত হয়ে।’
‘আমি ওমর সানী হিসেবে নয়, একজন সন্তান হিসেবে আমার মায়ের জন্য আপনাদের কাছে দোআ চাই। আপনারা আমার মায়ের জন্য দোআ করবেন, মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতবাসী করেন। আমিন।’
এমটিনিউজ২৪.কম/এম/আই