সোমবার, ২৫ জুন, ২০১৮, ০৯:৫০:৪০

'আল্লাহ্‌, বিয়ে ছাড়া বাচ্চা হয় কিভাবে?'

'আল্লাহ্‌, বিয়ে ছাড়া বাচ্চা হয় কিভাবে?'

বিনোদন ডেস্ক : বাংলাদেশের মিস আয়ারল্যান্ড খ্যাত বিতর্কিত অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন। তার বিতর্কিত স্টেটাসটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

স্টেটাসে তিনি লিখেন, আমার এই ধরনের প্রশ্নের সম্মুখীন শুধু দক্ষিণ এশিয়ার ২/৩ টা দেশের মহিলার থেকে হতে হয়।

মহিলা : ‘আল্লাহ্‌, বিয়ে ছাড়া বাচ্চা হয় কিভাবে?’
আমি : ‘হায় আল্লাহ্‌, বিয়ে করার পর আপনারা বাচ্চা হত্যা (abortion or D&C)) করার লাইসেন্স পেলেন কোথা থেকে?
আমি জানি যে, বিয়ের পর মহিলারা সবচেয়ে বেশী ভ্রূণ হত্যা, অর্থাৎ ৯৭% বিবাহিত মহিলারা একাধিক abortion or D&C করে থাকেন (যদিও এইক্ষেত্রে শুধু মহিলাদের একা দায়ী নয়, স্বামীরাও দায়ী)।
মহিলা : ওয়েল, আমার শরীর, আমার চয়েজ!
আমি : ”তাহলে, আমার ভার্জিনিটি , আমার চয়েজ।
বাই দা ওয়ে, বিয়ের সময় ভার্জিনিটি সার্টিফিকেট দিয়ে বিয়ে করেছিলেন নাকি? কিভাবে প্রমাণ করলেন আপনি মিস ভার্জিন ছিলেন?

তিনি আরো লিখেন, বে হ্যাঁ, এখনো সমাজে ভার্জিন ছেলে বা মেয়ে আছে। শুধু কাউকে প্রশ্ন করার আগে ভাবুন, কথাগুলো কতখানি সামঞ্জস্য।

লেখাটি মাকসুদা আক্তার প্রিয়তি ফেসবুক থেকে নেয়া, এ লেখা সম্পর্কিত দায়ভার এমটিনিউজ২৪.কম  বহন করে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে