মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮, ০২:০০:৩৯

নিউইয়র্কের রাস্তায় বলিউডের জনপ্রিয় গানের তালে নাচেন তিনি

নিউইয়র্কের রাস্তায় বলিউডের জনপ্রিয় গানের তালে নাচেন তিনি

বিনোদন ডেস্ক: অসামাজিক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে একটি হোটেলে অভিযান চালিয়ে ভারতীয় এক অভিনেত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে ভারতের মুম্বাই শহরের বানজারা হিলস এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়, ওই হোটেলে যৌনপল্লীর আখড়া গড়ে উঠেছে বলে সন্দেহ করে পুলিশ। সেই সূত্র ধরে রোববার রাতে অভিযান চালানো হয়। অভিযানে ওই আখড়ার দলনেতা জনার্দন রাও ও তার এক খরিদ্দারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই অভিনেত্রী আগ্রা শহরের বাসিন্দা। তাকে অর্থের লোভ দেখিয়ে ওই হোটেলে নিয়ে যাওয়া হয়। তিনি প্রতারণার শিকার বলে মনে করছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ওই চক্রের কাজ ছিলো মুম্বাই থেকে উঠতি অভিনেত্রীদের সঙ্গে সাপ্তাহিক ভিত্তিতে চুক্তি করা। প্রতি অভিনেত্রীকে এর জন্য এক লাখ রুপি দেওয়া হতো। আর তাদের সঙ্গে থাকা প্রতি খরিদ্দারের কাছ থেকে ২০ হাজার রুপি নিতো ওই চক্র।
নিউইয়র্কের রাস্তায় একের পর এক বলিউডের গান বাজছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে নাচছেন তিনি। উদ্দেশ্য অর্থ উপার্জন। ইউটিউবার কিউ পার্কের এই অভিনব উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে নিউইয়র্কে।

জানা গেছে, সম্প্রতি কিউ নিজের ইউটিউব চ্যানেলে এই ভিডিও পোস্ট করে সারা বিশ্বের ভক্তদের নজর কেড়েছেন। সাড়ে তিন মিনিটের ভিডিওতে দেখা গেছে, নিউইয়র্কের রাস্তার মোড়ে মোড়ে এই ইউটিউবার কর্পোরেট পোশাকে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’, ‘ছাম্মাক ছাল্লো’ থেকে শুরু করে ‘প্রেমরতন ধন পাওয়ো’-র মত হিট বলিউডি গানের তালে তালে নেচে চলেছেন। নাচের ছলাকলার মধ্যে দিয়েই চলছে অর্থের আবদার।

তবে এ ঘটনা প্রথমবারের মতো নয়। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের চাকরির নিশ্চয়তা ছেড়ে ইউটিউবিংকে পেশা হিসেবে বেছে নিয়ে কিউ এর আগেই আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছিলেন। বিষয়ের অভিনবত্বের কারণেই তিনি দর্শক মহলে সাড়া ফেলে দেন। তার আত্মপ্রকাশের ভিডিওটিতে কিউ ধরেছিলেন, নারীদের পোশাক পরে নিউইয়র্কের রাস্তায় প্রায় ১০ ঘণ্টা কাটানোর সময়ে মানুষ কী ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে তারই কিছু অংশ। ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগের মাধ্যমে এই মুহূর্তে কিউ এর ভক্ত সংখ্যা ৩০ লাখেরও বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে