মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৫:০০

ফের ছোটদের ছবির জয় জয়কার

ফের ছোটদের ছবির জয় জয়কার

বিনোদন ডেস্ক : কেন্দ্রীয় সরকারের 'সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট' মন্ত্রনালয় আর এনএফডিসি-র যৌথ প্রচেষ্টায় আজ থেকে দিল্লির সিরি ফোর্ট প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে দেশের প্রথম 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর দ্য পাসর্নস উইথ ডিসেবিলিটিজ' (আইএফএফপিডি)৷ তিনদিনব্যাপী এই উত্‍সবের মধ্যে আছে সারা পৃথিবীর থেকে বেছে নেওয়া ৪০টি ছবি (১০টি ফিচার, ১৬টি শর্ট, ১৪টি তথ্যচিত্র)৷ সেখানে বাংলা থেকে চলচ্চিত্র বিভাগে একমাত্র 'ছোটদের ছবি' স্থান পেয়েছে৷ তথ্যচিত্র বিভাগে মেঘনা গুলজারের 'ক্লোজার'-এর সঙ্গে আছে শ্বেতা ঘোষের আর অমৃতা দাশগুপ্তর 'দ্য নিউ গার্ল ইন ক্লাস'৷ টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। চলচ্চিত্র বিভাগে 'ছোটদের ছবি' ছাড়া আরেকটি মাত্র ভারতীয় ছবির মধ্যে আছে আনন্দ গান্ধীর 'শিপ অফ থিসিয়াস'৷ উদ্বোধনী ছবি মারাঠি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'ইয়েলো'৷ ভারত ছাড়া ইংরেজি, জার্মান, স্প্যানিশ, রাশিয়ান, আর্মেনিয়ান, কোরিয়ান ছবি দেখানো হবে উত্‍সবে৷ আপাতত গোয়ায় থাকা 'ছোটদের ছবি'র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলছেন, 'দারুণ খবর এটা৷ গোয়ায় আছি বলে যেতে পারছি না৷ ছবিটা পাঠানো হয়েছিল৷ কিন্তু সিলেক্টেড হয়ে যাবে ভাবা যায়নি৷ এই ধরণের ছবির এ রকম একটা সামাজিক স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ছবিটা পশ্চিমবঙ্গে স্বীকৃতির সর্বোচ্চ সম্মান পায় যখন এ বছর রাজ্য সরকার বামনদের শারীরিক প্রতিবন্ধী কোটার আওতায় আনার সিদ্ধান্ত নেয়৷ এই কোটায় যা যা বেনিফিট আছে তার সবই এখন দুলাল বা দেবলীনারা ('ছোটদের ছবি'র হিরো-হিরোইন) পাবে৷ আরও বড় কথা, এর জন্য যে অ্যাডভাইসরি বোর্ড তৈরি হয়েছে, সেই বোর্ডের কমিটি সদস্য দুলাল আর দেবলীনা দু'জনেই৷ এটাই ছবির পরিচালক হিসেবে আমার আর ছবির সব থেকে বড় সাফল্য - যে কোনও নির্ধারিত সীমানা ছাড়িয়ে যে ছবি সামাজিকভাবে একটা অন্য মাত্রা যোগ করল৷ মনে আছে, 'আরেকটি প্রেমের গল্প'র পর গে বা লেসবিয়ানরা অনেক বেশি খোলাখুলি নিজেদের আইডেন্টিটির পরিচয় দিয়েছিলেন৷ এমনকি ঋতুদা (ঋতুপর্ণ ঘোষ) নিজেও তার পরের দুটো ছবি - 'মেমোরিজ ইন মার্চ' আর 'চিত্রাঙ্গদা'তে নিজের ওরিয়েন্টেশন নিয়ে অনেক বেশি খোলাখুলি কথা বলেন৷ তাই বলছি, 'ছোটদের ছবি'র মতো একটা ছবি গোটা বিষয়টাকে একটা আন্তর্জাতিক মঞ্চে দাঁড় করিয়ে যে স্বীকৃতি দিল সেটা অসাধারণ আর কিছুই না,' বলছেন কৌশিক৷ তিনটি বিভাগই প্রতিযোগিতামূলক৷ তিনটি বিভাগেই শ্রেষ্ঠ পরিচালক আর শ্রেষ্ঠ ছবির সম্মান দেওয়া হবে উত্‍সবের শেষ দিন - ৩ ডিসেম্বর৷ যে দিনটি ইন্টারন্যাশনাল 'ডে অফ পার্সনস উইথ ডিসেবিলিটিজ' বলে চিহ্ণিত৷ ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে