সোমবার, ৩০ জুলাই, ২০১৮, ১০:৪৩:৫২

বলিউডের সর্বকালের সেরা ছবির তালিকায় ‘সঞ্জু’ চতুর্থ, জানেন প্রথম কোনটি?

বলিউডের সর্বকালের সেরা ছবির তালিকায় ‘সঞ্জু’ চতুর্থ, জানেন প্রথম কোনটি?

বিনোদন ডেস্ক : সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ মুক্তির এক মাস পেরিয়ে গেছে। এখনো নাকি ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছে দর্শক। সঙ্গে বাড়ছে ছবির ব্যবসা। এ পর্যন্ত ভারতে ৩৩৯ কোটি ৭৫ লাখ এবং বিশ্বব্যাপী ৫৭৯ কোটি ৫৯ লাখ রুপি আয় করেছে ছবিটি।

ভারতে ৩৩৯ কোটি ৭৫ লাখ রুপি আয় করে ‘সঞ্জু’ সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিকে ছাড়িয়ে গেছে। মুক্তির এক মাস শেষে ‘টাইগার জিন্দা হ্যায়’ আয় করেছে ৩৩০ কোটি রুপি। শুধু তাই নয়, বক্স অফিস আয়ে ভারতের সর্বোচ্চ ব্যবসাসফল ছবির তালিকায় ‘সঞ্জু’র অবস্থান এখন চতুর্থ। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে এমনটি জানিয়েছেন।

আয়ের দিক থেকে ৩৪০ কোটি রুপি আয় করে ‘সঞ্জু’র সামনে রয়েছে আমির খানের ‘পিকে’। ৪৮৯ কোটি রুপি আয় করে ভারতের সর্বোচ্চ ব্যবসাসফল ছবির তালিকায় এক নম্বরে রয়েছে ‘বাহুবলী ২’। এছাড়া আমির খানের ‘দঙ্গল’ ৩৭৮ কোটি রুপি আয় করে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।

শুরু থেকেই একের পর এক রেকর্ড ভেঙে ব্লকবাস্টার ছবি হওয়ার ইংগিত দিয়েছে ‘সঞ্জু’। চলতি বছর মুক্তি পাওয়া ছবির আয়ের রেকর্ড ভাঙার পাশাপাশি প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় করা ছবির তলিকায় যোগ হয়েছে ‘সঞ্জু’র নাম। মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে ২০২ কোটি রুপি আয় করে ‘বাহুবলী ২’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ঠিক পরেই ‘সঞ্জু’র অবস্থান।

‘সঞ্জু’র এমন সাফল্য পরিচালক রাজকুমার হিরানির ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। এ পর্যন্ত হিরানির পরিচালিত ছবির মধ্যে সর্বোচ্চ ব্যবসাসফল ছবি ‘সঞ্জু’। শুধু হিরানি নয়, অভিনেতা রণবীর কাপুরেরও ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে ‘সঞ্জু’। এই ছবির মাধ্যমে তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ প্রশংসা কুড়িয়েছেন। ছবিতে সঞ্জয় দত্তের বিভিন্ন সময়ের চেহারা, হাভভাব, চালচলন, কণ্ঠস্বর সুনিপুনভাবে ফুটিয়ে তুলেছেন রণবীর।

সঞ্জু’ ছবিতে সঞ্জয় দত্তের ঝাঁ চকচকে গ্ল্যামার জগত থেকে শুরু করে অন্ধকার জগতের নানা দিক তুলে ধরেছেন পরিচালক রাজকুমার হিরানি। সঞ্জয়ের সফলতা, প্রেম, ব্যার্থতা, ঘুরে দাঁড়ানোর গল্প সব কিছুই ছবিতে ঠাঁই পেয়েছে। ছবিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করা রণবীরের পাশাপাশি দিয়া মির্জা, সোনম কাপুর, ভিকি কুশল, মনীষা কৈরালা, পরেশ রাওয়ালের মতো তারকাদের অভিনয়ও দারুন প্রশংসিত হয়েছে।

এতো প্রশংসার মাঝে কিছু নিন্দাও জুটেছে ‘সঞ্জু’র। ছবিতে নাকি সঞ্জয় দত্ত’র খারাপ দিক ছাপিয়ে ভালো দিকগুলো বেশী দেখানো হয়েছে। বলিউডের প্রথিতযশা পরিচালক রামগোপাল ভার্মারও একই মত। তাই সম্প্রতি সঞ্জয় দত্তের বায়োপিক পুনঃনির্মাণের ঘোষণা দেন তিনি। রামগোপাল ভার্মার এমন ঘোষণায় খেপেছেন নম্রতা দত্ত। সঞ্জয়ের জীবন নিয়ে আর ঘাঁটাঘাঁটি চান না সঞ্জয়ের বোন।

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে