বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮, ০২:৪৪:৩৫

টিভি সিরিয়ালের শ্যুটিং বন্ধ নিয়ে যা বললেন প্রসেনজিৎ ও দেব

টিভি সিরিয়ালের শ্যুটিং বন্ধ নিয়ে যা বললেন প্রসেনজিৎ ও দেব

বিনোদন ডেস্ক: দফায় দফায় বৈঠক চলছে। তবুও টিভি সিরিয়ালের শুটিং নিয়ে অচলাবস্থা মিটল না। শনিবার (১৯ আগস্ট) থেকে টানা বন্ধ শ্যুটিং। বকেয়া পারিশ্রমিক এবং কাজের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার দাবিকে কেন্দ্র করে আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রযোজকদের তুঙ্গে উঠেছে বিরোধ। আর্টিস্ট ফোরামের সকলেই তাকিয়ে প্রিয় ‘বুম্বা দা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে। শুনে নিন কী বললেন তিনি।

প্রসেনজিৎ বলেন, ‘‘আর্টিস্টরা কাজ বন্ধ করেননি। জানেন, অনেক প্রযোজক এক-দেড় বছর টিডিএস জমা দেননি। এটা কোন আইনের মধ্যে পড়ে? এটা তো অন্যায়। আমাদের একটাই কথা, কাজটা শুরু করে দিন। আমরা তার পরে দিন রাত আলোচনায় বসব।’'

এদিন বৈঠকের শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে পাশে ছিলেন অভিনেতা জিৎও। আর্টিস্ট ফোরামের পক্ষে প্রযোজকদের উদ্দেশে প্রসেনজিতের প্রশ্ন, ‘'কোনও শর্ত না রেখে কাজটা শুরু করতে চাই আমরা। আমরা এক টেবিলে বসতে রাজি, কিন্তু কোনো শর্ত না মেনে ওঁরা বসতে কি রাজি?’'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে