মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ০৩:১৬:৩০

নাটকে পাত্র হয়ে মিথিলাকে দেখবে যাবেন মোশাররফ

নাটকে পাত্র হয়ে মিথিলাকে দেখবে যাবেন মোশাররফ

বিনোদন ডেস্ক: বিয়ে বাড়ির গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’। এতে কনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাকে দেখতে আসে তিনজন পাত্র। এদের মধ্যে একজন মোশাররফ করিম। এভাবেই এগিয়ে যায় টেলিছবির গল্প।

৩১ আগস্ট রাত ১১টায় এনটিভিতে টেলিছবিটি প্রচারিত হবে। মারুফ রেহমানের গল্পে টেলিছবির চিত্রনাট্য রচনা করেছেন রেদওয়ান রনি।

মোশাররফ করিম-মিথিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খান প্রমুখ।

টেলিফিল্মে দুটি গান ব্যবহার করা হয়েছে। হৃদয় খান ও স্টুডিও ফিফটি এইটের গাওয়া একটি রোমান্টিক গান এবং একটি আইটেম সং রয়েছে। আইটেম সং-এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া।

বাংলালিংক গ্রাহকরা একই সময়ে টেলিছবিটি দেখতে পাবেন বাংলালিংকের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্সে।    

বিয়ে বাড়ির গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’। এতে কনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাকে দেখতে আসে তিনজন পাত্র। এদের মধ্যে একজন মোশাররফ করিম। এভাবেই এগিয়ে যায় টেলিছবির গল্প।

৩১ আগস্ট রাত ১১টায় এনটিভিতে টেলিছবিটি প্রচারিত হবে। মারুফ রেহমানের গল্পে টেলিছবির চিত্রনাট্য রচনা করেছেন রেদওয়ান রনি।

মোশাররফ করিম-মিথিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খান প্রমুখ।

টেলিফিল্মে দুটি গান ব্যবহার করা হয়েছে। হৃদয় খান ও স্টুডিও ফিফটি এইটের গাওয়া একটি রোমান্টিক গান এবং একটি আইটেম সং রয়েছে। আইটেম সং-এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া।

বাংলালিংক গ্রাহকরা একই সময়ে টেলিছবিটি দেখতে পাবেন বাংলালিংকের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্সে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে