শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮, ০৭:৪৩:১৫

আশ্চর্য হলেও সত্য! হলিউড সিনেমায় ঢাকার কাহিনী

আশ্চর্য হলেও সত্য! হলিউড সিনেমায় ঢাকার কাহিনী

বিনোদন ডেস্ক: আশ্চর্য হলেও সত্য! হলিউড সিনেমায় ঢাকার কাহিনী। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে। প্রযোজনা করবেন হলিউডের সাড়া জাগানো ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালকদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। জিম্মিদশা নির্ভর অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটির নাম রাখা হয়েছে ‘ঢাকা’। এতে প্রধান নায়কের ভূমিকায় থাকবেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ। 

সিনেমাটি নির্মাণ হবে নেটফ্লিক্সের জন্য। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রুশো ভ্রাতৃদ্বয়। গল্পে দেখা যাবে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে হেমসওর্থের চরিত্রটি। অবশ্য প্রেক্ষাপট ঢাকা হলেও হলিউডের গণমাধ্যম জানিয়েছে, ছবিটির শুটিং হবে ভারত ও থাইল্যান্ডে। হতে পারে ঢাকাতেও শুটিং। তবে সে ব্যাপারে আপাতত সম্ভাবনা কম। 

‘ঢাকা’ পরিচালনা করবেন স্যাম হারগ্রেভ। ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ ছবিতে ক্রিস ইভান্সের ডামি হিসেবে কাজ করেছেন তিনি। এরপর রুশো ভাইদের পরিচালনায় ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’- এ স্টান্ট সমন্বয়ক ছিলেন তিনি। তাছাড়া ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির সেকেন্ড ইউনিটের পরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ ছবির কিছু অংশের দৃশ্যধারণ হয় চট্টগ্রামের ভাটিয়ারির জাহাজভাঙা অঞ্চলে। তখন খুব গোপনীয়তার মধ্য দিয়ে পরিচালক জস হোয়েডন ও নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওস কাজ করেছে বাংলাদেশে। সেক্ষেত্রে বলা যায় রুশো ভাইদ্বয়ের বরাবরই বাংলাদেশ প্রীতি রয়েছে। যদিও এর কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৯ সালের মার্চ পর্যন্ত চলবে বলে জানা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে