মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০১:১৯

চিত্রনায়ক অনন্ত জলিল সিআইপি মনোনীত

চিত্রনায়ক অনন্ত জলিল সিআইপি মনোনীত

বিনোদন ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবার ১৭৮ ব্যবসায়ীকে রাষ্ট্রীয়ভাবে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সিআইপি সম্মাননা কার্ড তুলে দেন। ২০১৫ সালের জন্য সিআইপি মনোনীত হওয়া ১৭৮ ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন চিত্রনায়ক ও সফল ব্যবসায়ী অনন্ত জলিল।

সিআইপি বলে বুঝায়, কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন বা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। যাদের সংক্ষিপ্ত আকারে বলে সিআইপি। সর্বমোট ১৯টি খাতে পণ্য রফতানির জন্য ১৩৬ জনকে। আর ব্যবসা-বাণিজ্যে অবদান বিবেচনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ৪২ জনকে সিআইপি কার্ড দেয়া হয়। ৪২ জনের মধ্যে অনন্ত জলিল একজন।

এজে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং মুনসুন ফিল্মসের কর্ণধার এই নায়ক ও ব্যবসায়ী এর আগেও একবার সিআইপি নির্বাচিত হয়েছেন।সচিবালয়, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণসহ, বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন সিআইপিরা।

অনন্ত জলিল শিগগিরই তার নতুন ছবি ‘দিন: দ্য ডে’র কাজ শুরু করবেন। ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি হবে। আর এ মাধ্যমে আবারো চলচ্চিত্রে ফিরছেন অনন্ত জলিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে