শুক্রবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৬:১৩

সমকামিতাবিষয়ক রায়কে প্রথম স্বাগত জানালেন করণ জোহর

সমকামিতাবিষয়ক রায়কে প্রথম স্বাগত জানালেন করণ জোহর

বিনোদন ডেস্ক: করণ জোহর ভারতের প্রথম তারকা যিনি ভারতের সুপ্রিম কোর্টের ৩৭৭ ধারা রদের যুগান্তকারী রায়কে স্বাগত জানিয়েছেন। এতদিন এই ধারায় সমকামিতাকে অপরাধ বলে গণ্য করা হতো। 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ফলাফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই করণ জোহর ট্যুইট করেন। ৪৬ বছর বয়সী এই তারকা চিত্রনির্মাতা লেখেন, ঐতিহাসিক রায়। আজ অত্যন্ত গর্ব বোধ করছি। সমকামিতাকে অপরাধ হিসাবে গণ্য করা থেকে রেহাই দেওয়া এবং #সেকশন৩৭৭ রদ করায় মনুষ্যত্ব ও সমান অধিকারকে কুর্নিশ। দেশের মানুষ আবার অক্সিজেন ফিরে পেয়েছে। 

তিনি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই অভিষেক বচ্চন, সোনম কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, রাজকুমার রাও, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, প্রীতি জিন্তা, জন আব্রাহাম, ফারহান আখতার, কঙ্কনা সেন শর্মা, রিচা চাড্ডা, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা প্রমুখ তারকা ট্যুইট করেন। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে