শনিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪০:৪৭

'মারা গিয়েছেন সোনালি বেন্দ্রে', সংবাদটি সম্পূর্ণ ভুয়া

'মারা গিয়েছেন সোনালি বেন্দ্রে', সংবাদটি সম্পূর্ণ ভুয়া

বিনোদন ডেস্ক: মারা গিয়েছেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে৷ ট্যুইট করে একথা জানানোর সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল৷ আর এই ট্যুইট করে আরও একবার বিতর্কে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়ক রাম কদম৷

বেশ কিছুদিন ধরেই অসুস্থ অভিনেত্রী সোনালি বেন্দ্রে৷ নিজের অফিসিয়াল স্টেটমেন্টে একথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী নিজেই৷ হাই গ্রেডের ক্যান্সারে আক্রান্ত তিনি৷ তাঁর এই অসুস্থতার কথা খোলসা করে একটি ইমোশনাল স্টেটমেন্টও দেন সোনালি৷

সেই খবরকে ভিত্তি করেই অভিনেত্রীর মৃত্যুসংবাদ দিয়ে দিলেন রাম কদম৷ ট্যুইট করে তিনি বলেন সোনালি বেন্দ্রে মারা গিয়েছেন৷ মুহুর্তে চাঞ্চল্য সৃষ্টি হয়৷ পরে জানা যায় গোটা খবরটিই ভুয়ো৷ তবে আটমকা এরকম খবর কেন একজন নেতা হয়ে রাম কদম ট্যুইট করলেন তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা৷

শুক্রবার কদম সোনালি বেন্দ্রের একটি ছবি শেয়ার করেন৷ সেখানে মারাঠি ভাষায় শোকবার্তা লেখেন তিনি৷ তিনি লেখেন মারাঠি ও হিন্দি সিনেমায় রাজত্ব করা অভিনেত্রী আমাদের ছেড়ে চলে গেলেন৷ আমেরিকায় তাঁর চিকিৎসা চলছিল৷ তিনি আমাদের সবার হৃদয়ে থাকবেন৷

কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই নিজের ভুল বুঝতে পারেন রাম কদম৷ সঙ্গে সঙ্গে নিজের পোস্টটি ডিলিট করে দেন তিনি৷ তবে তাতে সমালোচনার হাত থেকে রেহাই পাননি৷ নেটিজেনদের কটাক্ষ ও নিন্দায় ভরে গিয়েছে ট্যুইটার৷ পরে রাম কদম আরেকটি ট্যুইট করেন৷ যেখানে বলা হয় আমাদের প্রিয় সোনালিজীর সম্পর্কে এই দু:সংবাদটি সম্পূর্ণ ভুয়ো৷ তাঁর আরোগ্য ও সুস্থ জীবনের কামনা করি৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে