বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১২:১৬

শেষ পর্যন্ত কোন দল থেকে এমপি নির্বাচন করবেন হিরো আলম?

শেষ পর্যন্ত কোন দল থেকে এমপি নির্বাচন করবেন হিরো আলম?

বিনোদন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে এমপি নির্বাচনে অংশ নিতে চান হিরো আলম। এমনই এক সংবাদ কিছু দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরবর্তীতে সংবাদের সত্যতাও স্বীকার করে নেন হিরো আলম। তবে জানাননি তিনি কোন দল থেকে নির্বাচন করছেন।

এদিকে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর সঙ্গে সাক্ষাৎ করেন হিরো আলম।

বিষয়টি নিয়ে হিরো আলম বলেন, বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করছি, তাই নানা বিষয়ে আলোচনা করার জন্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর কাছে গিয়েছিলাম। তিনি মন্ত্রী ছিলেন, এজন্য তার দিক-নির্দেশনা নিতে গিয়েছি।

উল্লেখ্য, তার নিজের করা মিউজিক ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় আসেন তিনি। এরপর বাংলাদেশে ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হন হিরো আলম। সম্প্রতি বলিউডের পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্রে অন্যতম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে