শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩২:০১

সাড়া ফেলেছে আরমান আলিফের 'গৃহব্ন্দী', ৩৬ ঘণ্টার মাথায় সাত লাখ

সাড়া ফেলেছে আরমান আলিফের 'গৃহব্ন্দী',  ৩৬ ঘণ্টার মাথায় সাত লাখ

বিনোদন ডেস্ক: অবশেষে অবমুক্ত হলো সর্বসাম্প্রতিক সময়ের সবচেয়ে শ্রোতানন্দিত শিল্পী আরমান আলিফের আলোচিত গান 'গৃহবন্দী'র মিউজিক ভিডিও। ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় দেশের শীর্ষস্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয় আকাঙ্ক্ষিত এই মিউজিক ভিডিওটি।

আর মুক্তির ৩৬ ঘণ্টার মাথায় মিউজিক ভিডিওটি সাত লাখের বেশি ভিউ পায়। দেলোয়ার আরজুদা শরফের কথায় ও অভি আকাশের সুরে গানটির সংগীত আয়োজন করেছেন নিজের নামের প্রতি সব সময় সুবিচার করে আসা সংগীত পরিচালক মুশফিক লিটু।

আর গাজীপুরের কালিয়াকৈরের জমিদার বাড়ি ও অন্যান্য সুন্দর লোকেশনে চিত্রায়িত নান্দনিক এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ ও প্রতিষ্ঠিত নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

মিউজিক ভিডিওটিতে শিল্পী আরমান আলিফ ছাড়াও মূল কাস্টিং ছিলেন সাগর ও পরিণীতা আলো। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ বাবুল বলেন, আমরা সব সময়ই নতুনদের প্রমোট করার চেষ্টা করি। এটা আমরা আমাদের প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকেই করে আসছি। সাউন্ডটেকের হাত ধরে অনেক শিল্পী বাংলাদেশের সংগীত জগতে আজ প্রতিষ্ঠিত। আমরা এখনও সে কাজটিই করে যাচ্ছি। 

তিনি আরো বলেন, আরমান আলিফ এই‌ সময়ের সেনসেশন। তাই তাঁকে আরেকটু প্রমোট করার জন্য এই মিউজিক ভিডিওটি নির্মাণ। আশা করি, শিল্পীর ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ শ্রোতাদেরও মিউজিক ভিডিওটি ভালো লাগবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে