বিধবার চরিত্রে অভিনয় করছেন মম
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : জাকিয়া বারি মম। ছোট ও বড় পর্দার অভিনেত্রী হিসেবে বরাবরই যিনি ভিন্ন কিছু দেয়ার চেষ্টা করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী অভিনয় করেছেন বহুমাত্রিক নানা চরিত্রে। সম্প্রতি ভিন্নধর্মী নতুন একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের নাম ‘নয়না’, এটি একজন বিধবার চরিত্র বলে জানা গিয়েছে। মম এবারই প্রথম এ ধরনের চরিত্রে অভিনয় করলেন।
চরিত্রটির গল্প থেকে জানা যায়, সাইফ আর নয়নার একে অন্যকে ভালো লাগতো। কিন্তু কেউ কাউকে কখনোই বলতে পারেনি সে ভালো লাগার কথা। না বলতে বলতেই নয়নার বিয়ে হয়ে যায় অন্যত্র। আলাদা হয়ে যায় নয়না আর সাইফ। কিন্তু বিয়ের দু'বছর পর নয়নার স্বামী মারা যায়। সাইফ আবার ফিরে আসতে চায় নয়নার জীবনে। কিন্তু সত্যিই কী সে ফিরতে পারে নয়নার জীবনের বাঁক বদলে দিতে? এমনই এক প্রশ্ন ঘিরে মিজানুর রহমান নির্মাণ করেছেন আসছে ভ্যালেন্টাইনস ডে'র বিশেষ নাটক ‘প্রেম তুমি’। 
৬, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ