রনবিরের সঙ্গে দীপিকার কাজ করা পছন্দ নয় ক্যাটের!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে রনবির কাপুরের বন্ধুত্ব এবং চমৎকার পর্দা রসায়ন নিয়ে বার বারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ক্যাটরিনা কাইফকে।
কিন্তু বরাবরই দায়সারা উত্তর দিয়ে সে প্রসঙ্গ এড়িয়ে গেছেন রনবিরের বর্তমান প্রেমিকা। এবার এক সাক্ষাৎকারে নিজের মনের কথা বলেই ফেললেন তিনি।
ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয় সাবেক প্রেমিকার সঙ্গে রনবিরের কাজ করার বিষয়টি কিভাবে দেখেন তিনি। উত্তরে রনবিরকে ইঙ্গিত করে ক্যাট বলেন, “আমার জীবনে যেসব মানুষ আছেন তাদের ওপর আমি আমার ইচ্ছা চাপিয়ে দিতে পারি না। তাদের নিজস্ব পছন্দ আছে। সেগুলো নিয়ে আমি খুশি নাও হতে পারি, তবে আমি আশা করতে পারি যে তারা পরিপক্ব বা বিকশিত হওয়ার সাথে সাথে তাদের পছন্দও বদলাবে! ”
রনবিরের পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন ক্যাটরিনা। 
“আমি রনবিরের পরিবারের সঙ্গে যতটা চাই, ততটা ঘনিষ্ট এখনও হতে পারিনি। তবে আমি তাদের সঙ্গে আরো মিশতে চাই। আমি যখন বিয়ের সিদ্ধান্ত নেবো তখন পরিবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়াবে।"
ছয় বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রনবির-ক্যাটরিনার সম্পর্কের মধ্যে বারবার এসেছে প্রাক্তন প্রেমিকা দীপিকার প্রসঙ্গ। নতুন সিনেমা ‘তামাশা’য় রনবির-দীপিকা জুটির রসায়ন গুঞ্জনের পালে আরো হাওয়া লাগিয়েছে। সম্প্রতি 'তামাশা'র সাফল্য উদযাপনের পার্টিতে নেমন্তন্ন পেয়েও যাননি ক্যাট। পরে তিনি জানান, একটি বিজ্ঞাপনের শুটিং করতে ব্যস্ত ছিলেন তিনি। তবে গুঞ্জনকারীরা বলছেন, দীপিকাকে এড়িয়ে যাওয়ার জন্যেই পার্টিতে যাননি ক্যাট। 
৬, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ