মেয়েটি রবি ঠাকুরের বৌঠান হতে চায়
বিনোদন ডেস্ক : মডেল থেকে তিনি এখন রবি ঠাকুরের ‘মানসী’৷ কবিতার আখর থেকে কাহিনির আভাস ছেনে কল্পনায় আঁকা চরিত্রে ক্যামেরার ওপারে তিনি৷ আর প্রতি মুহূর্তে সেই চরিত্র হয়ে উঠতে উঠতেই তাঁর ইচ্ছে রবি ঠাকুরের নতুন বৌঠান হয়ে ওঠার৷ তিনি ওপার বাংলার জনপ্রিয় মডেল অভিনেত্রী হিমি৷ রেশমী মিত্রের পরিচালনায় ‘হঠাৎ দেখা’ ছবিতেই এপার বাংলার অভিনয় দুনিয়ায় তাঁর পা রাখা৷
‘রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে’- রবি ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতায় এ কথা যিনি বলেছিলেন, তাকে কোনও নামে-পরিচয়ে বেঁধে দেননি কবি৷ ধরা যাক তার নাম মানসী৷ পুরুষটির নাম অমিত৷ কবিতার আখর থেকে এই নামেই তাদের কল্পনা করেছেন পরিচালক রেশমী মিত্র৷ যে কাহিনির আভাস কবিতায় রাখা আছে, তাই পূর্ণাঙ্গ অবয়ব নিয়ে ফিরছে তার ছবিতে৷ আর এ ছবিতে ‘মানসী’র ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে৷ চরিত্রটির প্রথম জীবনের ভূমিকায় দেখা যাবে হেমিকে৷
হেমি জানান, আমি কাদম্বরীর চরিত্রে অভিনয় করতে পারলে খুব খুশি হব৷ এখানে এই নামে একচা সিনেমা হয়েছে আমি জানি৷ ইনফ্যাক্ট প্রথমবার এখানে এসে ওই ছবিটিই দেখেছিলাম৷ রবি ঠাকুরের নতুন বৌঠান হয়ে উঠতে পারলে খুবই ভালো লাগবে৷
০৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�