রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০২:৩১:৪৩

ফেসবুক খুলে দেয়ার দাবি জানালেন ফারুকী

ফেসবুক খুলে দেয়ার দাবি জানালেন ফারুকী

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ বন্ধ ধাকা সকল অ্যাপস খুলে দেয়ার দাবী জানালেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দেশের সার্বিক নিরাপত্তার কারণ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮ নভেম্বর থেকে সামাজিক যোগাযোগের সবগুলো মাধ্যম বন্ধ রেখেছে বিটিআরসি। ফারুকী তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘যথেষ্ট হয়েছে! এবার ফেসবুক, ভাইবার, হোয়াটসআপ খুলেন। আপনি এবং আপনারা যে কেবল মানুষের ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক যোগাযোগ, মত প্রকাশের স্বাধীনতার গলা টিপে ধরেছেন তা না, আওয়ামী লীগ সরকার যে ডিজিটাল বাংলাদেশের ধারণার উপর তার ব্র্যান্ড দাঁড় করাচ্ছে সেটারও তেরোটা বাজিয়েছেন। আপনাদের অভিনন্দন। এবার ফেসবুক, হোয়াটসআপ, ভাইবার খুলেন। খুলেন। উল্লেখ্য, রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কনরফারেন্স কক্ষে ফেসবুক কর্তৃপক্ষের দুজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর পরপরই জানানো হয় শিগগিরই ফেসবুক খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবে সরকার। ০৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে