মুক্তির অপেক্ষায় মান্নার শেষ ছবি
বিনোদন ডেস্ক : চিত্রনায়ক মান্নার শেষ ছবি ‘লীলা মন্থন’ দীর্ঘ ১০ বছরেও মুক্তি দিতে পারেননি ছবিটির নির্মাতা। সেন্সরবোর্ডে আপত্তির কারণে আটকে গিয়েছিলো ছবিটির মুক্তি।
এদিকে কিছু পরিবর্তন ও কর্তন সাপেক্ষে আবারো সেন্সর বোর্ডের কাছে জমা দেয়া হয়েছে মান্না অভিনীত মুক্তিযুদ্দের ‘লীলা মন্থন’। তবে আজ ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ দশ বছরের প্রতিক্ষার অবসান ঘটবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
জানা গেছে, ২০০৫ সালে শুরু হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘লীলা মন্থন’ ছবিটির নির্মাণ কাজ। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই ২০০৮ সালে মারা যান ছবির প্রধান চরিত্র চিত্রনায়ক মান্না। তখনও ছবিটির ২০ ভাগ কাজ বাকি। এমন পরিস্থিতিতে জাহিদ হোসেন ও খোরশেদ আলম খসরুর যৌথ পরিচালনায় মান্নার ডামি শিল্পী দিয়ে শেষ করা হয় ছবিটির বাকী কাজ। এর পরপর ২০১১ সালে সেন্সর বোর্ডের কাছে ছাড়পত্রের জন্য জমা দেয়া হয় ছবিটি। কিন্তু সেখানেও নতুন সমস্যার মুখোমুখি হন নির্মাতা।
মূলত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র হিসেবে ‘লীলা মন্থন’ নাম নিয়েই আপত্তি তোলে রিভিউ কমিটি। পাশাপাশি চলচ্চিত্রটিতে মুক্তিযোদ্ধাদের অসম্মান করার অভিযোগ আনা হয়। যা নিয়েই আপত্তি তুলে স্বয়ং সেন্সর বোর্ডের কয়েকজন সদস্য।
তাদের পরামর্শ অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদের দ্বারস্থ হয় ছবিটির নির্মাতা। কিন্তু সেখানে র্দীঘসূত্রিতার কবলে পড়েন। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শীর্ষস্থানীয় দুই জন সদস্য ছবিটি দেখে প্রসংশা করেন। তবে বিতর্কিত দৃশ্য ও কয়েকটি সংলাপ নিয়ে আপত্তি তুলেন। এরপর আবারো ছবিটি সেন্সর বোর্ডে জমা দিলে মুক্তিযোদ্ধা সংসদের অনাপত্তির বিষয়টি লিখিত চান। কিন্তু সংগঠনটির চেয়ারম্যান অনাপত্তিপত্র দিতে অপারগতা প্রকাশ করলে ছবির দুই নির্মাতা আবারও সেন্সরবোর্ডের কাছে আবেদন করেন। এমন পরিস্থিতিতে বিতর্কিত দৃশ্য ও কয়েকটি সংলাপ বাদ দিয়ে আবারো ছবিটি সেন্সরবোর্ডে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ‘লীলা মন্থন’ চলচ্চিত্রের কয়েকটি দৃশ্য ও সংলাপ কর্তন করে গেল সপ্তাহে আবারো সেন্সর বোর্ডর কাছে জমা দেয়া হয়েছে। রোববার বিকেলে ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে চলচ্চিত্রটির নির্মাতা খোরশেদ আলম খসরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দৃশ্য নয়, কয়েকটি সংলাপ কর্তন করে আবারো সেন্সর বোর্ডে ছবিটি জমা দিয়েছি। আজ সেন্সর শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‘লীলা মন্থন’ ছবিতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, শাহনূর, পপি, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ আরো অনেকে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
০৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�