শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ১২:৩৩:২২

আইয়ুব বাচ্চুকে নিয়ে মুশফিকের স্ট্যাটাস

আইয়ুব বাচ্চুকে নিয়ে মুশফিকের স্ট্যাটাস

বিনোদন ডেস্ক: চলে গেলেন কিংবদন্তী ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে নিজ বাসভবনে সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে (৯টা ৫৫ মিনিট) মৃত ঘোষণা করেন।

সুরের পাখি আইয়ুব বাচ্চুকে এক নজর দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভিড় জমাচ্ছেন শিল্পী ও ভক্ত-অনুরাগীরা। ইতোমধ্যে তার জানাজা ও দাফন নিয়ে চলছে আলোচনা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিরউদ্দিন ইউসুফের মারফতে জানা যায়,
আগামীকাল শুক্রবার বাদ জুম’আ রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ পড়া হবে। এছাড়া এফডিসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পরবর্তী জানাজা নামাজ অনুষ্ঠিত হতে পারে। এরপরে চট্টগ্রামে মায়ের কবরের পাশেই আইয়ুব বাচ্চুকে দাফন করা হবে। আইয়ুব বাচ্চুর এক ছেলে ও এক মেয়ে বর্তমানে দেশের বাইরে রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশ বারণ্য এই গায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ক্রিকেটেও। তাকে স্মরণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আইয়ুব বাচ্চুর ছবি পোস্ট করে ক্যাপশনে মুশফিক লিখেন, দুঃসংবাদ শুনে আজকে দিন
শুরু করলাম। ইন্না লিলাহি ওয়া…। তার আত্মা শান্তিতে ঘুমাক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে