শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ০১:৫৯:৩২

এইমাত্র পাওয়ায়, এলআরবি পরিবারের চিঠি; যা লিখল সবার উদ্দেশ্যে

এইমাত্র পাওয়ায়, এলআরবি পরিবারের চিঠি; যা লিখল সবার উদ্দেশ্যে

বিনোদন ডেস্ক: ১৯৯০ সালে লাভ রান্‌স ব্লাইন্ড (এলআরবি) ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই দলপতি ছিলেন সদ্য প্রয়াত গায়ক ও গিটার বাদক আইয়ুব বাচ্চু। তার চলে যাওয়ায় ব্যান্ডদলটি হয়ে গেছে অভিভাবক শূন্য! আইয়ুব বাচ্চুর মৃত্যুতে ব্যান্ডদল এলআরবি’র সদস্যরা দলের পক্ষ থেকে তাদের বক্তব্য দিয়েছে।

এলআরবি’র সদস্য নিয়ে গাইতে উঠে আইয়ুব বাচ্চু দেশ-বিদেশ সবখানেই মঞ্চ মাতাতেন। ঝড় তুলতেন গিটারে, ভাসাতেন সুরের সাম্পানে। যা আর শোনা যাবে না, একসাথে দেখা যাবে না তাদের।

আজ বৃহস্পতিবার এলআরবি’র পাঠানো লিখিত বক্তব্য বলা হয়, বাংলাদেশের কিংবদন্তী সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু আমাদের ছেড়ে আজ চলে গেছেন। এই শোক সহ্য করার ক্ষমতা আমাদের নেই। যারা তাঁর পরিবার এবং আমাদের পাশে আছেন, তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ।

লিখিত বক্তব্যে আরও জানায়, আইয়ুব বাচ্চুর শেষ ইচ্ছে অনুযায়ী আগামী শনিবার চট্টগ্রামে তাঁর মায়ের পাশে তাকে দাফন করা হবে। তার আগে শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর বাদ জুমা হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে আইয়ুব বাচ্চুর মৃত্যুতে এলআরবি পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় দিকে তাকে স্কয়ার হাসপাতালে জরুরী বিভাগে আনা হয় আইয়ুব বাচ্চুকে। হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়েছে আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। এই গায়কের মৃত্যতে দেশের সংগীতে শোকের ছায়া নেমে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে