প্রথমদিনেই ‘হেট স্টোরি-৩’ ৯.৭২ কোটি
বিনোদন ডেস্ক : এই নিয়ে বলিউডে পরপর হেট স্টোরি সিরিজের তিনটি পার্ট তৈরি হলো। তবে প্রথম এবং দ্বিতীয়টির তুলনায় তৃতীয় পার্টটি খুবই সাড়া জাগিয়ে তুলেছে দর্শকদের মাঝে। বলাচলে মুক্তির প্রথম দিনেই প্রায় বাজিমাত করেদিল ‘হেট স্টোরি ৩’। যদিও এই ছবিটি তৈরিতে ব্যায় হয়েছে ১৩.২ কোটি টাকা কিন্তু মুক্তির প্রথম দিনেই ৯ কোটি ৭২ লক্ষ টাকা আয় করল। তিনটি পার্টের মধ্যে প্রথম দিনে বেশি আয়ের রেকর্ড করে এই পার্টটি। তবে ‘হেট স্টোরি ২’ মুক্তির প্রথম দিনের আয় ছিল ৫ কোটি ৪৬ লক্ষ টাকা।
ছবির গল্পে দেখা যায়, হেট স্টোরি সিরিজের আগের দু’টো ছবির সঙ্গে এর গল্পটি কিন্তু বেশ আলাদা। ওই ছবি দু’টিতে ছবির নায়িকা কোনও না কোনও ভাবে আক্রান্ত বা প্রতারিত। যার প্রতিশোধ নেওয়ার চেষ্টাতেই চিত্রনাট্য এগিয়েছে। কিন্তু ‘হেট স্টোরি ৩’ সে পথে হাঁটেনি। এই ছবিতে কর্পোরেট রেষারেষি যেমন আছে, তেমনই একটি ত্রিমুখী টানাপড়েনও আছে। এ সবের সঙ্গে দুই পুরুষ সিংহের আত্মমর্যাদার দ্বন্দে মিলেমিশে একটি টানটান উত্তেজনাময় থ্রিলার হেট স্টোরি সিরিজের এই তৃতীয় ছবিটি। এই ছবিতে মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আদিত্য দিওয়ানের চরিত্রে রয়েছেন শরমন যোশী। আদিত্যর স্ত্রী সিয়ার ভূমিকায় জারিন খান এবং এই গল্পের যাবতীয় রেষারেষি, ত্রিমুখী টানাপড়ন যার জন্য সেই সৌরভ সিঙ্ঘানিয়ার চরিত্রে রয়েছেন করণ সিংহ গ্রোভার।
এছাড়াও আরো এক জন অভিনতা রয়েছেন, তিনি হলেন ডেইজি শাহ, এই ছবিতে যিনি আদিত্য দিওয়ানের ঘনিষ্ঠ বন্ধু এবং দিওয়ান ইন্ডাস্ট্রিজের এক জন হোতা কায়া শর্মা। যিনি এক জন সামান্য রিসেপসনিস্ট থেকে খুব অল্প সময়ের মধ্যেই দিওয়ান ইন্ডাস্ট্রিজের শীর্ষে পর্যায় পর্যন্ত পৌঁছে যান। এই ছবিতে প্রত্যেকেই বেশ ভালো কাজ করেছেন।
তবে সত্যি কথা বলতে কি, এ ছবির চিত্রনাট্যে ত্রিমুখী টানাপড়েন ছাড়া তেমন কিছুই নেই। তবে তা সত্ত্বেও শরমন যোশী তার অভিনয়ের মাধ্যমে এই গল্পের গভিরতা বাড়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন। অন স্ক্রিনে এই প্রথম এত বোল্ড দৃশ্যে দেখা যাচ্ছে জারিন খানকে। তাই এটা তার পক্ষে একটা বড় চ্যালেঞ্জ ছিল। এ ক্ষেত্রে বলা যেতেই পারে যে তিনি একশো শতাংশ সফল। কারণ তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবির পুরো দৃষ্যটাই। এবং বলতে দ্বিধা নেই, এই দৃশ্যগুলির টানেই দেশজুড়ে সিনেমা হলগুলিতে ভিড়। আর মুক্তির প্রথম দিনেই যখন ৯ কোটি ৭২ লক্ষ টাকা আয় করল ‘হেট স্টোরি ৩’, তখন তাকে সফল ছাড়া আর কী বলা যায়!
৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�