গোপাল ভাঁড় ও চার্লির চরিত্রকে নিয়ে ধারাবাহিক
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বিখ্যাত গোপাল ভাঁড় ও চার্লি চ্যাপলিনের চরিত্রকে নিয়ে সম্প্রতি শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। এই ধারাবাহিক নাটকে দেখা যাবে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্সের কলকাতার শিল্পীদের। এছাড়া এই ধারাবাহিক নাটকে আরো দেখা যাবে বাংলাদেশের শিল্পদের। ধারাবাহিক নাটকটির নাম দেয়া হয়েছে ‘গোপাল ভাঁড় বনাম চ্যাপলিন’।
এ দুটি চরিত্র নিয়ে ধারবাহিক নির্মাণ করছেন শিমুল সরকার। চ্যাপলিন চরিত্রটির জন্য ইতোমধ্যে মিরাক্কেলের অন্যতম মুখ ওপার বাংলার ভিকি নন্দীকে চূড়ান্ত করেছেন পরিচালক। আর গোপাল ভাঁড় হিসেবে দেখা যাবে বাংলাদেশের একজন অভিনেতাকে। তবে নামটি এখনও চূড়ান্ত নয়। আর নাটকের পাণ্ডুলিপি করছেন মিরাক্কেলের সৌরভ পালোধী।
শিমুল সরকার বলেন, ‘এটা আমার অনেক দিনের পরিকল্পনা। আশা করছি সর্বকালের সেরা এ দুটি চরিত্রকে একই ফ্রেমে সঠিকভাবে আনতে পারবো।’
তিনি জানালেন এই ডিসেম্বর থেকেই ধারাবাহিকটির কাজ শুরু করবেন।
৭, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ