প্রথম গানেই প্রত্যাশা বাড়াল ‘ওয়াজির’
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চন ও ফারহান আক্তারের নতুন ছবি ‘ওয়াজির’ কে নিয়ে শুরু থেকেই নানা জল্পনা-কল্পনা সষ্টি হয়েছে দর্শক মহলে। এবার এই ছবির প্রথম গান ‘তেরে বিন’ রিলিজ করলেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া। প্রযোজনা ছাড়াও বহু দিন পর এ ছবির গানের জন্য কলম ধরলেন বিধু। ‘তেরে বিন’ তারই লেখা। শান্তনু মৈত্রের সুরে জাদু ছড়িয়েছেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল।
‘শয়তান’ দিয়ে সাড়া জাগিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন বিজয় নাম্বিয়ার। সেই বিজয়েরই পরিচালনায় এ বার অমিতাভ বচ্চন আর ফারহান আখতার। এই লোভনীয় কম্বিনেশন এখনও কিন্তু বড় পর্দায় দেখেনি ফিল্মি দুনিয়া। ফলে ছবিকে ঘিরে অপেক্ষার পারদ চড়ছে।
বিজয়ের ‘ওয়াজির’ আসলে কে, ট্রেলর দেখে তা এখনও বোঝা যায়নি। তবে অ্যাকশন থ্রিলারের মধ্যমণি ‘বিগ বি’ এখানে হুইলচেয়ারে বন্দি এক দাবাড়ু গ্র্যান্ডমাস্টার। সঙ্গে এটিএস অফিসার ফারহান।
৭, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ