বাস্তব যুদ্ধে অবতীর্ণ হবে ‘ব্ল্যাক প্যান্থার’
বিনোদন ডেস্ক : হলিউডে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যোগ হচ্ছে ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমা। কমিকস আর এনিমেশন ছেড়ে এবার এই সুপারহিরো বাস্তবের যুদ্ধে অবতীর্ণ হবে ২০১৬ সালের মুক্তি পাওয়ার অপেক্ষায় ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ারে’। আর একক ভাবে এই সুপারহিরোকে দেখা যাবে ২০১৮ সালে। ওই সিনেমাটি পরিচালনা করবেন রায়ান কুগলার।
ব্ল্যাক পান্থার/টি’কালা চরিত্রে অভিনয় করবেন ক্যাডউইক বোসম্যান। তাকে আফ্রিকার ওয়াকান্ডা নামের একটি দেশের রাজপুত্র হিসেবে দেখানো হবে। বাবা খুন হওয়ার পর তার উপর নতুন দায়িত্ব পড়ে।
মার্ভেলের এনিমেশন সিরিজে ব্ল্যাক প্যান্থার বেশ পরিচিত চরিত্র। ২০১৬ সালে মুক্তি পাবে ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’। এতে সুপারহিরোদের দুটি পক্ষ দেখা যাবে। নিরপেক্ষ অবস্থানে থাকবেন একজন— ব্ল্যাক প্যান্থার।
একক সিনেমাটির চিত্রনাট্য লিখছেন জো রবার্ট।
এ দিকে চলতি বছরের নভেম্বর মুক্তি পেয়েছে রায়ান কুগলার পরিচালিত ‘ক্রিড’। ওই সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছে ওয়ার্নার ব্রস। ‘ব্ল্যাক প্যান্থার’ উপলক্ষে আবারো প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছেন রায়ান।
এর আগে ‘ব্ল্যাক প্যান্থার’ নির্মাতা হিসেবে শোনা গিয়েছিল আভা ডুভার্নি ও এফ গ্যারি গ্যারির নাম। অবশেষে চূড়ান্ত হলেন রায়ান কুগলার। সিনেমাটি মুক্তি পাবে ২০১৮ সালের ৬ জুলাই।
৭, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ