আলিয়ার সাথে কাজ করছেন না শাহরুখ 
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বলিউডের ‘ইংলিশ ভিংলিশ’ খ্যাত পরিচালক গৌরি শিন্দে কিছুদিন আগে নতুন একটি সিনেমা তৈরির ঘোষণা দেন। এই ছবিতে শাহরুখ ও আলিয়ার একসাথে কাজ করার কথা শোনা গেলেও সম্প্রতি জানা গেছে এটি সত্যি নয়। শাহরুখ খান এই ছবিতে কাজ করছেন, তবে ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন না তিনি।
এক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সিনেমাটি নারীকেন্দ্রিক হলেও এই ছবিতে তিনজন নায়ক মূল চরিত্রে থাকবেন। নায়কদের নাম প্রকাশে নিষেধাজ্ঞা থাকলেও এই ছবিতে দক্ষিণের এক অভিনেতার কাজ করার খবর পাওয়া গেছে।
‘ইংলিশ ভিংলিশ’এর পর গৌরির এই ছবিটি শাহরুখ খানের রেড চিলি’স ও করণ জোহরের ধর্ম প্রোডাকশন থেকে নির্মিত হতে যাচ্ছে।
৭, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ