মিস এশিয়া অ্যান্ড ওশিয়ানিয়া খেতাব জিতলেন আফরিন
বিনোদন ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা সৌন্দর্য প্রতিযোগিতায় দুদান্ত লড়ে রেকর্ড গড়লেন আফরিন র্যাচেল ভাজ। পোল্যান্ডে অনুষ্ঠিত মিস সুপারন্যাশনাল ২০১৫-য় মিস এশিয়া অ্যান্ড ওশিয়ানিয়া-র খেতাব জিতলেন আফরিন।
পোল্যান্ডের ম্যালোপোলস্কা-য় এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৭৮টি দেশের প্রতিযোগীরা। সেখানে আফরিন প্রথম দশের মধ্যে শেষ করেন। ক্রাউন না জিতলেও মিস এশিয়া অ্যান্ড ওশিয়ানিয়ার খেতাব পান তিনি। এ বছর অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন আফরিন। তাই তিনি এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছিলেন।
ফাইনাল রাউন্ডে ডিজাইনার খাবলিন মিগুয়েল-এর মেটালিক গোল্ড গাউন পরেছিলেন তিনি। পোশাকে কাঁচের সুক্ষ কাজ করা ছিল। প্রথম তিনের মধ্যে শেষ না করতে পারলেও হতাশ হতে নারাজ আফরিন। তিনি বলেন, 'ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এত বড় আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মিস সুপারন্যাশনাল এশিয়া অ্যান্ড ওশেনিয়ার খেতাব জেতা খুবই আনন্দের। মিস ইন্ডিয়া অর্গ্যানাইজশনকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। তারা আমাকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন এবং সব রকম সহযোগিতা পেয়েছি তাদের কাছ থেকে।'
মিস সুপারন্যাশনাল প্রতিযোগিতায় ক্রাউন পেলেন মিস প্যারাগুয়ে স্টেফানি ভাসকেজ স্টেগম্যান। দ্বিতীয় স্থানে ছিলেন মিস কানাডা। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে ছিলেন যথাক্রমে মিস কলাম্বিয়া, মিস আইসল্যান্ড এবং মিস মেক্সিকো। গত বারের বিজয়ী প্রতিযোগী ভারতের আশা ভাট স্টেফানিকে নতুন ক্রাউন পরিয়ে দেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
০৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�