সাইফ আলী সম্পর্কে যা বললেন কারিনা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : কারিনা কাপুর বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। কিন্তু এই কাপুরের সাথে তিনি অনেকদিন থেকেই যুক্ত করেছেন খান উপাধী।
সাইফ আলী খানকে বিয়ে করার সূত্রেই খান উপাধীটা পেয়েছেন তিনি। স্বামী, সংসার আর অভিনয় নিয়ে বেশ ভালো আছেন এই অভিনেত্রী। 
এদিকে বিশ্বজুড়ে যখন পরিবর্তনের ছোয়া, ঠিক এই মুহূর্তে স্বামী সাইফের কোনো পরিবর্তন তিনি চাইছেন না বলে সাফ জানিয়ে দিলেন বলিউডের শীর্ষে থাকা এই অভিনেত্রী। 
‘হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিট’-এর ১৩ তম সংস্করণের অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত ছিলেন নবাবপত্নী। অনুষ্ঠানে কারিনাকে প্রশ্ন করা হয়,‘বিয়ের পর তাদের কোনো পরিবর্তন এসেছে কি না’।
জবাবে, কারিনা বলেন,‘বিয়েটা আমার পছন্দ। কিন্তু আমি কোনো পরিবর্তনে বিশ্বাসী না। এমনকি সাইফের কোনো পরিবর্তন হোক এটাও আমি কখনোই চাই না। আমি এখনও আগের মতই আছি। শেষ পর্যন্ত এমনই থাকতে চাই।’
০৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �