নতুন পরিচয়ে শাহরুখ
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান নিজেকে একজন মার্কেটিং জিনিয়াস বলেই মনে করেন। আর এই বিশেষণে নিজেকে বিশেষায়িত করতেই তিনি খুব বেশী পছন্দও করেন। 
নিজের আসন্ন ছবি ‘দিলওয়ালে’র প্রচারে জন্য নতুন একটি টুইট করেছেন বাদশা। সেখানে তিনি লিখেছেন, ‘‘ ‘ডি’ ফর দিল্লি, ‘ডি’ ফর ড্যাপার, ‘ডি’ ফর ডোন্ট মিস মাই দিলওয়ালে’’। 
এর পরই অনুরাগীদের জন্য হালকা মেজাজে প্রশ্ন ছুঁড়েছেন, ‘আমি একজন মার্কেটিং জিনিয়াস, কি বলুন?’  
তবে শাহরুখের যে তুখোড় মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে তা মানছে গোটা বলিউড। ছবির প্রচারে নাচ-গান তো রয়েইছে। এ ছাড়াও এমন সব কাণ্ড করেন যে দর্শকরা তার ক্যারিশ্মা দেখতে হলে যেতে বাধ্য হন। বহুদিন পর ‘দিলওয়ালে’ দিয়ে পর্দায় ফিরছে শাহরুখ-কাজলের জুটি। তাই সব মিলিয়ে এই ছবির প্রচারে যে তিনি সব রকম স্ট্র্যাটেজিই নেবেন তা আন্দাজ করছিলেন অনেকেই। 
০৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �