রবিবার, ০৪ নভেম্বর, ২০১৮, ০৮:২৫:১৬

২৫ বছর বয়স পর্যন্ত আমি আত্মহত্যার কথা ভবতাম: এ আর রহমান

২৫ বছর বয়স পর্যন্ত আমি আত্মহত্যার কথা ভবতাম: এ আর রহমান

বিনোদন ডেস্ক: এ আর রহমান অসাধারণ সঙ্গীত পরিচালনার জন্য পেয়েছেন অস্কার। সুরের জাদুতে দেশকে মাতিয়ে তুলেছেন তো অনেকদিন হলো। এখন তার সুরের মূর্ছনায় মাতোয়ারা হলিউডও।

এমন চূড়ান্ত সফল ব্যক্তি একটা সময় নাকি নিজেকে ব্যর্থ বলে মনে করতেন ৷ আর একটা সময় তিনি নাকি আত্মহত্যা করার কথা ভাবতে শুরু করেছিলেন। এমনটাই জানিয়েছেন এ আর রহমান।

সম্প্রতি এক আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে জীবনের কঠিনতম সময় কথা জানান গুণী এই শিল্পী। প্রসঙ্গে এ আর রহমান বলেন, ২৫ বছর বয়স পর্যন্ত আমি আত্মহত্যার কথা ভবতাম। আমরা বেশিরভাগ মানুষই নিজেদের যথেষ্ট যোগ্য মনে করি না । বাবাকে হারানোর পর আমার মধ্যে একটা শূন্যতা তৈরি হয়ছিল। সেই সময় আমার জীবনে অনেক কিছু ঘটেছিল। কিন্তু সেই সব ঘটনাই আমাকে সাহসী করে তোলে। মৃত্যু সবার কাছেই স্থায়ী বিষয়। সব সৃষ্টিরই যখন শেষ আছে, তখন কেন কোনও একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন হবো?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে