সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮, ০৮:৪৩:৪১

আ’লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় যা করতে চান নায়ক শাকিল খান

 আ’লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় যা করতে চান নায়ক শাকিল খান

বিনোদন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শাকিল খান। তিনি বাগেরহাট-৩ আসন মংলা-রামপাল থেকে নির্বাচন করতে এরইমধ্যে প্রচার প্রচারণাও শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন এই চিত্রনায়ক। তাছাড়া নিজের পছন্দের দল থেকে মনোনয়ন না পেলেও ক্ষোভ নেই তার। মনে প্রাণে প্রত্যাশা করেন নৌকার বিজয়।

এদিকে মনোনয়ন না পাওয়ায় পরবর্তীতে দলীয় কোনো নির্দেশনা পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। প্রধানমন্ত্রী এখনও কিছু বলেননি। তবে তিনি যা বলবেন সেটাই শুনে চলবো। তার নির্দেশ মেনে কারও না কারও পক্ষেই তো কাজ করতে হবে। এছাড়া বিকল্প কিছু নেই।

তিনি আরও বলেন আমাদের দরকার নৌকাকে সামনে নিয়ে যাওয়া। আমরা চাই না, বাগেরহাট-৩ আসন থেকে নৌকার পরাজয় হোক। মনোনয়ন না পেলেও নৌকার বাইরে যাবো না। মনোনয়ন পাইনি, এতে কষ্ট তো একটু আছেই। হয়তো আমার পরিশ্রম, ত্যাগ নেত্রীর কাছে পৌঁছায়নি। তারপরেও দলের এমন সিদ্ধান্তে কারো উপর আমার কোনো রাগ নেই।

তিনি বলেন আমার নেত্রীকে, তার সিদ্ধান্তকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি। তিনি যদি কখনো আমাকে প্রয়োজন মনে করেন, আমি অবশ্যই কাজ করবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে