মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮, ০২:১৪:০১

লড়াইয়ে অভিনেতা ফারুক ও সোহেল রানা

লড়াইয়ে অভিনেতা  ফারুক ও সোহেল রানা

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত অভিনেতা আকবর পাঠান ফারুক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি প্রার্থী হয়েছেন ঢাকা-১৭ (গুলশান-বনানী, ক্যান্টনমেন্ট-ভাসানটেক) আসন থেকে।

এই আসনে বর্তমান সংসদ সদস্য হিসেবে আছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ। এর আগে এই আসন থেকে ২০০৮ সালে নির্বাচিত হয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ছাত্র অবস্থা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত অভিনেতা ফারুক। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। মনোনয়ন পাওয়ার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি ছাত্র অবস্থা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ ও লালন করে দেশ ও জনগণের সেবা করার চেষ্টা করছি। জেল জুলুম হুলিয়া কিংবা কারও রক্তচক্ষুকে ভয় পাইনি।  নায়ক ফারুক নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে গাজীপুর-৫ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন।

তবে সেখানে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি থাকায় তাকে ঢাকায় মনোনয়ন দেওয়া হয়।

মাসুদ পারভেজ সোহেল রানা

চলচ্চিত্রের ড্যাশিং হিরো খ্যাত মাসুদ পারভেজ সোহেল রানা। ৭০ ও ৮০-এর দশকে ঢাকাই সিনেমার পর্দা কাঁপিয়েছেন দাপটের সঙ্গে। প্রযোজক হয়ে উপহার দিয়েছেন জনপ্রিয় ছবি। এবার রাজনীতির মাঠে জনপ্রিয় হিরো তার কারিশমা দেখাবেন। জাতীয় পার্টির টিকিটে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নির্বাচন করার জন্য দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোহেল রানা বলেন, নিজেকে দেশের সেবায় সর্বদা ব্রত রাখার চেষ্টা করেছি। ছাত্র অবস্থা থেকেই রাজনীতি করে আসছি। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। এবার সংসদ সদস্য হিসেবে দেশ ও জনগণের সেবা করার প্রত্যয় নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আমি আমার পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় তার হাত ও জাতীয় পার্টিকে শক্তিশালী করার মাধ্যমে দেশ ও জনগণের সত্যিকারের সেবা করতে চাই। দেশের উন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করব, এটাই আমার অন্যতম অঙ্গীকার। আমি দেশবাসীর দোয়া ও সহযোগিতা চাই। যাতে প্রকৃত অর্থে দেশ ও জনগণের মঙ্গলে কাজ করতে পারি। পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। এখন মাঠে নেমেছেন ভোটরের মন জয় করতে। বর্তমানে সোহেল রানা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।-বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে