বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮, ১১:২১:৪৩

'চা পর্যন্ত খাওয়াবো না'

'চা পর্যন্ত খাওয়াবো না'

বিনোদন ডেস্ক:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন জাতীয় পার্টির মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম।

তিনি জানান, টাকা-পয়সা দিয়ে মনোনয়ন পেতে চাই না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভালোবাসা দিয়েই ভোটারের মন জয় করে জনগণের সেবা করতে চাই।

হিরো আলম বলেন, ‘জাতীয় পার্টি কখনও তিনশ’ আসন কয়, কখনও ২০০ আসন কয়, এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। আগামীকালের মধ্যে ফাইনাল ডিসিশন দেবে। তবে ফাইনাল কী করছে না করছে তা আমি জানি না। আগামীকাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করব।’

তিনি আরও বলেন, ‘মনোনয়ন দেয়ার বিনিময়ে আমার কাছ থেকে জাতীয় পার্টির কেউ কোনো টাকা-পয়সা চাইনি। তবে সবাই বলছে, যারা টাকা-পয়সা দিচ্ছে জাতীয় পার্টি তাদেরই নমিনেশন দিচ্ছে। কিন্তু আমি টাকা-পয়সা দিয়ে নমিনেশন নিবো না। চা পর্যন্ত খাওয়াবো না, আমার যোগ্যতা ও ভালোবাসায় যদি দেয় তাহলে নিবো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে