আমির-শাহরুখ ইস্যুতে ফের উত্তাল ভারত
বিনোদন ডেস্ক : ‘অসহিষ্ণুতা’ ইস্যুতে শাহরুখ খান থেকে শুরু করে আমির খান পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। এই আলোচনার তোপের মুখে আমির খানকে ছাড়তে হয়েছে দেশ। তারপরও যেন এই ইস্যুর শেষ হচ্ছেনা। এবার ‘অসহিষ্ণুতা’ ইস্যুতে সাধ্বী প্রাচীর নিশানায় শাহরুখ-আমির৷ মঙ্গলবার কিং খান এবং মিঃ পারফেকশনিস্টের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী বলেন, ভারতকে ‘অসহিষ্ণু’ বলে আখ্যায়িত করে দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছেন শাহরুখ খান এবং আমির খান৷ তার আক্রমণ থেকে রেহাই পাননি বিতর্কিত সপা নেতা আজম খানও৷
মঙ্গলবার এক জনসমাবেশে সাধ্বী প্রাচী বলেন, ভারতকে ‘অসহিষ্ণু’ প্রতিপন্ন করতে চাইছেন তারা৷ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে৷ গোটা বিষয়টাই তাদের চক্রান্ত৷ দেশকে বদনাম করার ষড়যন্ত্র৷ কিছু দেশদ্রোহী আবার পুরস্কার ফিরিয়ে দেশকে ছোট করতে চাইছে৷ ভিএইচপি নেত্রীর কথায়, ‘অসহিষ্ণুতা নিয়ে শাহরুখ, আমির এবং আজম খানের মন্তব্য দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ছত্রছায়ায় এই কাজ করে চলেছেন তারা৷’
উল্লেখ্য কয়েক দিন আগে এক অনুষ্ঠানে আমির বলেছিলেন, বর্তমান পরিস্থিতি দেখে এদেশে থাকতে ভয় পাচ্ছে তার পরিবার৷ দেশ ছাড়ার কথা ভাবছেন তার স্ত্রী৷ এদিন দাদরি প্রসঙ্গে সাধ্বীর বক্তব্য, হিন্দুরা কখনও দাঙ্গা বাঁধাতে চায় না৷ কিন্তু কিছু মানুষ গো-হত্যা এবং বিফ পার্টি করে হিন্দুদের খেপিয়ে তোলার চেষ্টা করছে৷ যা হিন্দুরা বরদাস্ত করবে না৷
৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�