বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৭:৫৬

৩৫ বছর আগে খুন হয়েছিলেন যিনি

 ৩৫ বছর আগে খুন হয়েছিলেন যিনি

বিনোদন ডেস্ক : ৯ অক্টোবর ইয়োকো ওনোর এই কথাতেই তুমুল হইচই, হাততালিতে ফেটে পড়ল নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়্যার গার্ডেন। হবে না-ই বা কেন? মৃত্যুর ৩৫ বছর পরেও তার জনপ্রিয়তা যে কমেনি এতটুকুও। বরং বেড়েছে। আর সেই কারণেই, সন্ত্রাসবাদী হামলায় শোকস্তব্ধ প্যারিসকে নতুন করে উজ্জীবিত করে Imagine গানটি। 'গুবরে পোকা'-দের দলের সেই সদস্যটির নাম জন লেনন। আজ থেকে ৩৫ বছর আগে আজকের দিনেই ম্যানহাটানে লেননকে বুলেটে ঝাঁঝরা করে দিয়েছিল মার্ক ডেভিড চ্যাপম্যান। কী হয়েছিল সেদিন? ম্যানহাটানের সেন্ট্রাল পার্কে একেবারে বাড়ির সামনে লেননকে সামনে থেকে একের পর এক গুলি করে চ্যাপম্যান। রুজভেল্ট হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন লেনন। চ্যাপম্যানকে গ্রেপ্তার করা হয়। ২০ বছরের কারাবাসের সাজা হয় তার। ২০১৪-র অগাস্টে চ্যাপম্যানের প্যারোলে মুক্তির আবেদন খারিজ করে দেয় আদালত। তবে এতদিন পরে চ্যাপম্যান ভুল বুঝেছে। আদালতে দাঁড়িয়ে সে বলেছে, 'ওই রকম যন্ত্রণা দেওয়ার জন্য আমি দুঃখিত। আমি দুঃখিত যে, সস্তা খ্যাতির লোভে খুনটা করার জন্য।' কিন্তু মাত্র ৪০ বছরের নাতিদীর্ঘ জীবনেই লেনন যে কতটা কাছের মানুষ ছিলেন বিশ্ববাসীর কাছে, তা মালুম হয় সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে চর্চাতে। 'বিটলস'-এর ভক্তরা পদযাত্রা করে লেননকে স্মরণ করেছেন বিশ্বের সব জায়গায়। নিউ ইয়র্কে জ্বালানো হয়েছে ১৩০টি মোমবাতি। হ্যাঁ, লেনন আজও জনপ্রিয়তার শিখরে। ৯, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে