বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:১৪:৫১

নির্বাচন করছেন কি-না খোলাসা করলেন ন্যান্সি

নির্বাচন করছেন কি-না খোলাসা করলেন ন্যান্সি

বিনোদন ডেস্ক: সময়টা ভালই উপভোগ করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গেল ১৩ ডিসেম্বর ছিল তার শুভ জন্মদিন। স্বামী আর দুই সন্তানসহ জন্মদিনটা স্মৃতিময় করে রেখেছেন তিনি।

এদিনে ৫ শতাংশ জমি উপহার পেয়েছেন স্বামী নাজিমুজ্জামান জায়েদের কাছ থেকে।

সম্প্রতি নতুন চারটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ, কিশোর ও কাজল আরিফের সঙ্গে করা গানগুলো নির্বাচনের পরেই শ্রোতারা শুনতে পারবে বলে জানা গেছে।

শুধু গানের ভুবনেই নয় সামাজিক কর্মকাণ্ডেও জড়িয়ে আছেন ন্যান্সি। বিগত কয়েক বছর ধরে শীতার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন তিনি।

ময়মনসিংহে ‘হ্যাপি বন্ডিং’ নামে একটি ক্লাব রয়েছে তার। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা ও চিকিৎসায় সহযোগিতার মতো নানারকম সামাজিক কার্যক্রমে সাহায্য করা হয় সেই ক্লাব থেকে।

এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চান ন্যান্সি। তিনি মনে করেন, অন্যবারের তুলনায় এবার শীত একটু বেশি জেঁকে বসেছে। তাই শীতবস্ত্র বিতরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তার এই শীতবস্ত্র বিতরণ কর্মটি থেমে আছে।

এ বিষয়ে তিনি বলেন, গত দু’বছর ধরে আমি ময়মনসিংহে শীতবস্ত্র বিতরণ করে আসছি। কিন্তু এবার নির্বাচনের কারণে শীতবস্ত্র বিতরণের কাজটি থেমে আছে। এজন্য খারাপ লাগছে।

এমন সামাজিক কর্মে নির্বাচন কীভাবে বাধা হয়ে দাঁড়ালো সে বিষয়ও স্পষ্ট করেন ন্যান্সি।

তিনি জানান, এ কাজ একা করা সম্ভব না। শীতবস্ত্র বিতরণে আমার সঙ্গে যারা কাজ করেন, তারা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত।

তবে সুযোগের অপেক্ষায় আছেন জানিয়ে তিনি বলেন, এবার ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই অপেক্ষায় আছি। কিন্তু এর মধ্যেই যে শীত পড়েছে, শীতবস্ত্রগুলো এখন ওদের খুব প্রয়োজন ছিল।

কিছুটা আক্ষেপও রয়েছে জনপ্রিয় এই সংগীত শিল্পীর। আর্ত মানবতার সেবায় তার এই এগিয়ে আসাকে অনেকেই বাঁকা চোখে দেখে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, অনেকে প্রশ্ন করেন, এসব করে আমার কী লাভ? আমি কি নির্বাচন করব? এসব কী জনপ্রিয়তা অর্জনের জন্য করছি?

এ ধরনের নানা প্রশ্নের মুখে প্রায়ই ন্যান্সি বলেন, আমি কোনো নির্বাচন করছি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে