শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪৬:১৫

তরুণদের প্রথম ভোট নৌকায় দেওয়ার আহ্বান তারকা শিল্পীদের

তরুণদের প্রথম ভোট নৌকায় দেওয়ার আহ্বান তারকা শিল্পীদের

বিনোদন ডেস্ক: রাঙ্গুনিয়ার তরুণ ভোটারদের প্রথম ভোট নৌকা প্রতিকে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা থেকে আসা একঝাঁক তারকা শিল্পী। একই সঙ্গে বিগত দশ বছরে রাঙ্গুনিয়ার উন্নয়ন চিত্র দেখে আপ্লুত শিল্পীরা আবারো এই আসনে নৌকা মার্কার প্রার্থী ড. হাছান মাহমুদকে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।

রাঙ্গুনিয়ার পথে পথে উন্নয়নচিত্র, সুন্দর রাস্তা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প দেখে আপ্লুত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাওয়া প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ নৌকায় ভোট দিয়ে ঋণ শোধের আহ্বান জানান তিনি।

তারিন বলেন, আ’লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ অসম্ভব একজন ভালো মানুষ। এতোদিন তার উন্নয়নের কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম। যারা এখনো চোখ বন্ধ করে রেখেছেন তাদের চোখ খুলে উন্নয়ন দেখতে বলছি। এই উন্নয়ন আরো অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা গোচরা বাজার পৌরসভার রোয়াজারহাট বাজারসহ বিভিন্ন স্থানে তারকা শিল্পীরা পথসভায় এসব কথা বলেন।

এ সময় প্রিয় শিল্পীদের এক নজর দেখতে ছুটে আসেন এলাকার হাজার হাজার তরুণ-বৃদ্ধ সকলে। হাজারো মানুষের ঢলে কাপ্তাই সড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ছোট ও বড়পর্দার তারকাশিল্পীদের আগমনে পুরো রাঙ্গুনিয়া জুড়ে ছিল উৎসবের আমেজ। তারকাদের একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়ে রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ। তারকাদের কাছে গিয়ে গিয়ে সেলফি তুলতে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে দেখা যায় তরুণদের।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে চিত্রনায়ক রিয়াজ বলেন, রাস্তায় আসার সময় ব্যাপক উন্নয়ন দেখেছি। এই উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার প্রার্থী হাছান ভাইকে জয়ী করবেন। পাশাপাশি স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে জয়যুক্ত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করবেন।

চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, আমাদের ডিজিটাল বানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই স্মার্ট হয়েছেন তার কল্যাণে। তাই তরুণদের প্রথম ভোট নৌকায় হোক।

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের নেতৃত্বে শিল্পীদের বহরে ছিলেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, নায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন আহমেদ।

রাঙ্গুনিয়ায় তারকা শিল্পীরা পৌঁছালে তাদের স্বাগত জানান রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার উপ কমিটির সদস্য এস এম আরিফুল ইসলাম, এফ এম ইলিয়াস হোসাইন অর্ণব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা এমরুল করিম রাশেদ প্রমূখ।

এ সময় তারকা-সান্নিধ্যে আপ্লুত এক তরুণ বলে উঠেন, আহা, কী সৌভাগ্য আমাদের ! আমাদের স্বপ্নের মানুষগুলো এখন আমাদের ঘরের দুয়ারে। একজন হাছান মাহমুদের কল্যাণে কত কিছুই না পেলাম আমরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে