শিবসেনার সাথে বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে সরব প্রিয়াঙ্কা চোপড়া। বললেন, সারা পৃথিবীর মানুষের একই রক্ত, হাত–পা–মুখ, তা হলে বিভেদ কেন ? শুধুমাত্র অন্য ধর্ম, অন্য অভ্যাসের কারণেই এভাবে আলাদা করে দেখা হবে মানুষকে?
আর অসহিষ্ণুতা তো শুধু ভারতে নয়, মুম্বাই, প্যারিস, লেবানন সর্বত্র ছবিটা একই। আমাদের অভ্যাস পাল্টাতে হবে, না হলে মানুষ একসঙ্গে থাকতে পারবে না। অসহিষ্ণুতা একটি আন্তর্জাতিক সমস্যা। আগামী সপ্তাহেই মুক্তি পাবে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘বাজিরাও মস্তানি’।
সেই ছবি নিয়েও বিতর্কের শেষ নেই। পেশোয়া বাজিরাও আর মস্তানির উত্তরপুরষরা অভিযোগ করেছেন, ইতিহাস বিকৃত করা হয়েছে এই ছবিতে। অভিযোগ করেছে শিবসেনাও। থানের শিবসেনা বিধায়ক অভিযোগ তোলেন, ছবিতে কয়েকটি বিতর্কিত দৃশ্য রয়েছে যা বাজিরাওয়ের ঐতিহাসিক চরিত্রকে আঘাত করতে পারে। সেই দৃশ্য বাদ না দেওয়া পর্যন্ত ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করতে আবেদন জানান মহারাষ্ট্র সরকারকে।
সেই প্রসঙ্গে প্রিয়াঙ্কার যুক্তি, অতীতের ঘটনা পুরোটাই কি ইতিহাস বইতে লেখা থাকে? ইতিহাস বইতে কি লেখা আছে যে বাজিরাও বাড়ি ফিরে রাতে কী খেতেন? বলা আছে তিনি কি ভাবতেন? তার ব্যক্তিগত জীবন কেমন ছিল? নেই। তা হলে সেই চরিত্রটা তো একজন শিল্পী তৈরি করতে পারেন। সিনেমাও তেমনই এক শিল্প মাধ্যম।
আর একটি বইয়ের ওপর নির্ভর করে ছবিটি তৈরি করেছেন পরিচালক। তা হলে তো এই বইটির ওপরেই প্রশ্নচিহ্ন তুলতে হয়। যাদের এখন এত সমস্যা হচ্ছে, বইটি প্রকাশের সময় তাঁরা টুঁ শব্দটি করেননি কেন ? আসলে ১৫০ কোটি টাকার ছবিকে যে কোনও ভাবে ক্ষতি করতেই এই সব ষড়যন্ত্র করা হচ্ছে, অভিযোগ প্রিয়াঙ্কার।
১২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�