শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০৬:১০:৩৭

শাবানা আজমিকে দেশ বিরোধী বলে চরম আক্রমণ কঙ্গনার, উত্তরে যা বললেন শাবানা

শাবানা আজমিকে দেশ বিরোধী বলে চরম আক্রমণ কঙ্গনার, উত্তরে যা বললেন শাবানা

বিনোদন ডেস্ক : জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হানায় প্রাণ হারিয়েছে ৪৪ জন সিআরপিএফ সেনা। ক্ষোভ, নিন্দায় ফুঁসছে গোটা ভারত৷ বলিউডও সোচ্চার হয়ে উঠেছে তীব্র নিন্দায়। এই পরিস্থিতিতে পাকিস্তানের আমন্ত্রণ ফেরালেন জাভেদ আখতার ও শাবানা আজমি৷

বিখ্যাত পাকিস্তানে কবি ও শাবানা আজমির বাবা কাইফি আজমির জন্ম শতবার্ষিকী উপলক্ষে দু'দিনব্যাপি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল করাচিতে৷ সেখানেই করাচি আর্ট কাউন্সিলের তরফে আমন্ত্রিত ছিলেন জাভেদ ও শাবানা৷ 

কিন্তু এই নৃশংস ঘটনার পর শাবানা ট্যুইট করেন, ‘এই জঘন্য হামলার পর আমাদের কি ওখানে যাওয়া উচিত? এই অমানবিক খুন, নৃশংসভাবে এতগুলো মানুষকে হত্যা করা হল৷ এই ঘটনার তীব্র নিন্দা করছি৷ নিহত সেনাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছি।’ তিনি এও জানান, 'এখন দু'দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান বন্ধ রাখা উচিৎ।'

শাবানার এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতরা করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জানালেন, শাবানা আজমির মতো মানুষেরাই দু'দেশের সাংস্কৃতিক আদান প্রদানে বাধা হয়ে দাঁড়ান। এঁরাই 'ভারত তেরে টুকরে হোঙ্গে' শিবিরের সদস্য।

উরি অ্যাটাকের পর যেখানে পাকিস্তানি শিল্পীদের ব্যান করে দেওয়া হয়েছিল সেখানে করাচিতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হল কেন? এখন ওরা নিজেদের 'মুখ' বাঁচানোর চেষ্টা করছেন? ফিল্ম ইন্ডাস্ট্রি এই ধরনের দেশ বিরোধী মানুষে ভরা। এরা শত্রুদের আখেরে উৎসাহই যোগান! পাকিস্তান ব্যান নয়, পাকিস্তানের ধ্বংসলীলাই এখন মূল ফোকাস হওয়া উচিৎ।

তবে কঙ্গনার এহেন মন্তব্যে অত্যন্ত ঠান্ডা প্রতিক্রিয়া দেন শাবানা! তিনি বলেন, কি মনে হয়, এরকম একটা চরম শঙ্কটজনক, দুঃখজনক, টালমাটাল পরিস্থিতিতে, যখন গোটা দেশ রাগে ফুঁসছে, দুঃখে কাঁদছে, তখন আমার প্রতি কারও ব্যক্তিগত আক্রমণ আদৌ কোনও গুরুত্ব পায়? ঈশ্বর ওর মঙ্গল করুন!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে