শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৩৯:৩২

পাকিস্তানের পক্ষ নেওয়ায় কপাল পুড়লো ক্রিকেটার সিধুর!

পাকিস্তানের পক্ষ নেওয়ায় কপাল পুড়লো ক্রিকেটার সিধুর!

বিনোদন ডেস্ক : নয়া সিজন নিয়ে হাজির হওয়ার পর ফের বিতর্কে দ্য কপিল শর্মা শো। এবার কারণ সাবেক ভারতীয় ক্রিকেটার নভোজাৎ সিং সিধু। কাশ্মীরের পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্যের জন্য পঞ্জাবের মন্ত্রী সিধুকে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল #BoycottSidhu। এই কারণেই এবার সিধুকে দ্য কপিল শর্মা শো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে রিপোর্ট করেছে ‘টাইমস নাও’। পাকিস্তানের পক্ষ নেওয়ায় এই জনপ্রিয় টিভি শো থেকে বাদ পড়লেন সিধু।

যে চ্যানেলে দ্য কপিল শর্মা শো দেখা যায়, সেখানকার নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃত করে ‘টাইমস নাও’ জানিয়েছে, 'এর আগে MeToo মুভমেন্টের সময় অনু মালিককেও সরানো হয়েছিল। 

এবার সিধুকে সরানোর জন্য সংশ্লিষ্ট প্রোডাকশন হাউজকে নির্দেশ দেওয়া হয়েছে।' আরও জানা গেছে, সিধুর পরিবর্তে অভিনেত্রী অর্চনা পূরণ সিংকে দেখা যাবে দ্য কপিল শর্মা শো-তে। 

গতকাল পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার নিন্দা করে সিধু বলেন, ‘যা ঘটেছে তা কাপুরুষোচিত ও অত্যন্ত নিন্দনীয়। আমি ব্যক্তিগত ভাবে ব্যথিত। হিংসা সব সময়ই নিন্দনীয় এবং তার চরম শাস্তি হওয়া উচিত।’

এ পর্যন্ত ঠিকই ছিল। তারপরেই ছন্দপতন। একেবারেই সিধুর নিজস্ব ঢঙে তার প্রশ্ন, ‘... কিন্তু এ জন্য কি একটা দেশের সব মানুষকে দায়ী করা যায় বা নির্দিষ্ট কোনও ব্যক্তির দিকে আঙুল তোলা যায়?

এরপরই টুইটারে কপিল শর্মা শোয়ের সম্প্রচারকারী চ্যানেলের উপরে চাপ বাড়ান নেটিজেনরা। ওঠে চ্যানেল ব্লক করার গণদাবি। সেই গণদাবির সামনেই সিধুকে সরাতে কর্তৃপক্ষ একপ্রকার বাধ্যই হল। 

সম্প্রচারকারী চ্যানেল সূত্রে খবর, ''সিধুর মন্তব্যকে বেশিরভাগ মানুষই ভালো নজরে দেখছেন না। বিতর্কে উঠে আসছে চ্যানেলের নাম। এরপরই সিধুর থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অর্চনাকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং''।

এর আগে পাকিস্তানে গিয়ে ইমরান খানের আতিথেয়তা গ্রহণ করেন নভজ্যোত সিং সিধু। সেখানে গিয়ে পাক সেনাপ্রধানকে জড়িয়েও ধরেন বিজেপি ছেড়ে যাওয়া এই কংগ্রেসি নেতা। ইমরান খানকে দরাজ শংসাপত্রও দেন। তা নিয়ে তৈরি হয় বিতর্ক।   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে