রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ১০:৩৬:৩৪

নরেন্দ্র মোদির অনুরোধে এবার প্রচারে নামবেন শাহরুখ-সালমানরা

নরেন্দ্র মোদির অনুরোধে এবার প্রচারে নামবেন শাহরুখ-সালমানরা

বিনোদন ডেস্ক : বলিউডের সংলাপ থেকে গান, অনেকাংশেই দেখা গিয়েছে উর্দু ভাষার প্রয়োগ। গুলজার, জাভেদ আখতার, ইমতিয়াজ আলির মতো অনেক পরিচালক কিংবা লেখকরাও উর্দু ভাষা প্রয়োগ করেন তাদের লেখনীতে।

জাভেদ আখতার, ফারহান আখতার এবং শাবানা আজমি, অনেকেই একাধিকবার উর্দুতে বেশ সাবলীলতার স্বাক্ষর রেখেছেন তাদের কাজের মধ্য দিয়ে। কিন্তু গুটিকয়েক বলিউড ছবিতে উর্দুর ব্যবহার হলেও, ভারতে এখনও অবধি সেভাবে উর্দুর প্রচলন দেখা যায়নি। 

তবে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদি সরকার উর্দু ভাষার প্রচলন বাড়ানোর জন্য এক নয়া উদ্যোগ নিয়েছে। শোনা গিয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর প্রোমোশন অফ উর্দু ল্যাংগুয়েজ (এনসিপিইউএল)-এর তরফ থেকে উর্দু ভাষার প্রচার করার জন্য ইতিমধ্যেই সালমান খান, শাহরুখ এবং ক্যাটরিনা কাইফকে আবেদন জানানো হয়েছে। 

ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রনালয়ের অন্তর্ভূক্ত স্বশাসিত দপ্তর এই এনসিপিইউএল-এর তরফে এবার তোড়জোড় শুরু হল উর্দু ভাষা প্রচার করার। আসলে, রেখতা এবং অন্যান্য বেসরকারি উর্দু সংস্থাগুলোর সঙ্গে এনসিপিইউএল প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। আর সেজন্যই এবার বলি তারকাদের দ্বারস্থ হয়েছে উর্দু ভাষা প্রচারের জন্য।

সালমান, শাহরুখ এবং ক্যাটরিনাকে প্রস্তাব দিয়েছেন একটি ভিডিও শুটের জন্য। এই ভিডিওতে দেখা যাবে তারা উর্দু ভাষায় কথা বলছেন, কিংবা কবিতার ছন্দ আওড়াচ্ছেন। আর সেই ভিডিওগুলোকেই নিজেদের প্রচারের কাজে লাগাবে ন্যাশনাল কাউন্সিল ফর প্রোমোশন অফ উর্দু ল্যাংগুয়েজ। ভোটের আগে তারকাখচিত ভিডিও দিয়ে উর্দু ভাষাকে প্রচার করার কৌশল যদিও মনে ধরেনি নেটিজেনদের। 

সেই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় ভরে গিয়েছে। কেউ কেউ তো আবার এমনটাও দাবি তুলেছেন যে, সালমান এবং ক্যাটরিনা নাকি মোটেই উর্দুতে সাবলীল নন। পাশাপাশি, আরেক টুইটারের কমেন্টে ক্যাটরিনার হিন্দি বলার ধরনকেও বেঁধা হয়েছে। 

তার মতে, ক্যাটরিনা তো হিন্দি বলতেই সাবলীল নন, তিনি কিনা আবার উর্দু প্রচারে নামবেন? ব্যস, তাহলেই হল!- এধরনের কমেন্টেই ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। পাশাপাশি, বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সালমান, শাহরুখ এবং ক্যাটরিনা নাকি একসঙ্গে কাজ করতে চলেছেন সঞ্জয় লীলা বনশালির ছবিতে। 

বনশালির ছবি মানেই লার্জার দ্যান লাইফ গোছের ফিল্ম সেট থেকে সাজসজ্জা। আর তাতে যদি বলিউডের এই তিন মহারথীকে দেখতে পাওয়া যায়, তাহলে যে দর্শকদের মনোরঞ্জনের কোনও উপকরণই বাদ থাকবে না, তা বলাই বাহুল্য। তবে, দশর্কদের সেই স্বপ্ন সত্যি হবে কিনা, তা বলবে সময়ই!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে